বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ায় গত শনিবার সন্ধ্যায় ‘আল হাসান জুয়েলার্সে’ ডাকাতির ঘটনায় উদ্ধারকৃত মালামাল পরিমাপ করা হয়েছে। পরিমাপের পর দেখা গেছে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪শ’ ২০ ভরি। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জুয়েলার্স মালিক গোলজার হোসেন বাদী হয়ে গতকাল রোববার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, জুয়েলার্সে ডাকাতির ঘটনায় ৭/৮ জন অভিযুক্ত করা হয়েছে। ওসি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতারকৃত ডাকাত সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলানো হচ্ছে। তার ধারণা মতে ডাকাতি করা স্বর্ণের পুরোটাই উদ্ধার করা হয়েছে। তবে জুয়েলার্স মালিক বলছে, আরো কিছু বাকী রয়েছে। তবে অন্যান্য ডাকাত সদস্যের গ্রেফতারের পর হিসাব মিলানো সম্ভব হবে।
এদিকে ডাকাতের গুলিতে আহত জুয়েলার্স মালিক গোলজার হোসেন ও পুলিশের গুলিতে আহত ডাকাত আলমগীর হোসেন দু’জনেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় শহরের ব্যস্ততম এলাকা জিরো পয়েন্ট সাতমাথা থেকে মাত্র ৩শ’ গজ দুরে মেরিনা রোড়ে আল হাসান জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গুলি ও ককটেল ফাটিয়ে ওই জুয়েলার্সে নগদ ৫ লাখ টাকাসহ ৫শ’ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় গুলিবিদ্ধ হয় জুয়েলার্স মালিক গোলজার হোসেন। এছাড়াও ককটেল বিস্ফোরণে ২ পথচারী আনোয়ার হোসেন (৫০) ও জাকির হোসেন (৪০) আহত হয়। মাত্র ২০ মিনিটের মধ্যে মুখোশধারী ডাকাতরা প্রথমে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে জুয়েলার্স মালিককে গুলি করে জুয়েলার্সের মালামাল লুট করে। এসময় পাশের কেয়া জুয়েলার্স, অঙ্গসাজ জুয়েলার্স, মনিপুরী জুয়েলার্স এবং প্রাইড টাঙ্গাইল শো রুমের সামনেও ককটেলের বিস্ফোরণ করা হয়।
এমন আতংকজনক পরিস্থিতির মধ্যেই ৫শ’ ভরি স্বর্ণালংকার লুট করার পর ডাকাতরা একটি হাইস মাইক্রোবাস নিয়ে গালাপট্টি হয়ে দ্রæত চেলোপাড়ার দিকে চলে যায়। ঘটনার সময় আশেপাশে আতঙ্ক সৃষ্টি হলে সবাই দোকান বন্ধ করে এবং পথচারীরা দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যায়। রাস্তায় আহত পথচারীদের ছোপছোপ রক্ত দেখা যায়। এছাড়াও ককটেল বিস্ফোরণে রাস্তায় দোকানে কাচ ভাঙা ছড়িয়ে ছিটিয়ে দেখা যায়। তবে ঘটনার ১ ঘন্টার মধ্যেই পুলিশ চারদিকে চেকপোস্ট বসিয়ে নয়মাইল এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাইক্রোবাসসহ ডাকাত সদস্য আলমগীর হোসেনকে গ্রেফতার ও উল্লেখিত পরিমাণে মালামাল উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।