Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথম বিবাহ বার্ষিকীতে হানিমুনে নাঈম-নাদিয়া!

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছরের ১৪ জানুয়ারি হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন ছোটপর্দার অভিনেত্রী নাদিয়া ও অভিনেতা নাঈম। তাদের বিবাহিত জীবনের এক বছর পূর্ণ হয়েছে। বিয়ের পর তাদের হানিমুনে যাওয়া হয়নি। তাই এক বছর পূর্তিতে তারা অনেকটা হানিমুনের আমেজেই ব্যাংকক গেলেন। গত ১২ জানুয়ারি তারা প্রায় এক সপ্তাহের জন্য ব্যাংকক গিয়েছেন। যাওয়ার আগে নাদিয়া বলেন, ‘বিয়ের আগে আমাদের দু’জন দু’জনকে খুব ভালোভাবে জানার সুযোগ পাইনি। বিয়ের পর দু’জনই চেষ্টা করেছি দু’জনকে বুঝতে। একবছর একে অন্যকে জানার জন্য কম সময়। বারবারই মনে হচ্ছে, চোখের পলকে একটি বছর পেরিয়ে গেছে। সর্বোপরি আমরা একটি বছর খুব ভালো ছিলাম এবং সারাটি জীবন যেন ভালো থাকতে পারি এই দোয়া চাই সবার কাছে।’ নাঈম বলেন, ‘সবার কাছে কৃতজ্ঞ এ জন্য যে আমরা অনেকেরই দোয়া পেয়েছি মন থেকে। একটি বছর কীভাবে কেটে গেলো বুঝতেই পারিনি। তবে এটা সত্য যে আমাদের দু’জন দু’জনকে বুঝাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উভয় পরিবারের সদস্যদের মধ্যেও একটা আন্তরিক সম্পর্ক থাকা জরুরি। আমি বিশ্বাস করি, সেই আন্তরকি সম্পর্ক বা শ্রদ্ধাবোধটা রয়েছে আমাদের একে অন্যের পরিবারের প্রতি। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, যে নাদিয়ার মতো খুব সুন্দর মনের একজন নারীকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। আমি তাকে আমার পৃথিবীতে অনেক যতেœ, ভালোবাসায়, আদরে রেখেছি। আমার কাছ থেকে কোনদিনই সে কষ্ট পাবে না ইনশাল্লাহ।’ সংসারের নতুন অতিথি প্রসঙ্গে নাদিয়া নাঈম জানান, তাদের দু’জনেরই আগ্রহ এবং চেষ্টা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছে। যদি তাই হয় তাহলে নাদিয়া নাঈমের সংসারে যেকোন সময় নতুন অতিথি আসার সুখবর আসতে পারে। নাদিয়া ও নাঈম ব্যাংকক থেকে দেশে ফিরবেন ১৯ জানুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ