প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সঙ্গীতাঙ্গনে দশ বছর পূর্ণ করেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর তিনি ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ হিসেব গত ২৯ ডিসেম্বর সঙ্গীত জীবনে তার দশ বছর পূর্ণ হয়েছে। গানে দশ বছর পূর্তিতে সালমা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোভাবেই দশটি বছর কাটিয়েছি। এ সময় আমার পাশে ছিলেন অনেকেই, সেইসাথে আমার ভক্ত দর্শকের কাছে প্রতিদিন প্রতিমুহূর্তে আমি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যেন আমার একমাত্র মেয়ে ¯েœহাকে নিয়ে বাকিটা জীবন সুন্দরভাবে গানের সাথেই কাটিয়ে দিতে পারি। এদিকে আসছে ভালোবাসা দিবসে বাজারে আসছে সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। তিনটি গান নিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবামটি। গান তিনটির শিরোনাম হচ্ছে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং কে যে কখন’। ২০১৫ সালে সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘অনুরাগের ঘরে’ বাজারে এসেছিলো জি-সিরিজের ব্যানারে। সালমা প্রথম প্লে-ব্যাক করেন প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমাতে। এরপর বহু সিনেমায় তিনি গান গেয়েছেন। ‘অনুরাগের ঘর’ ছাড়াও সালমার অন্য একক অ্যালবামগুলো হচ্ছে ‘বন্ধু আইও’, ‘বেস্ট অব সালমা’, ‘পরাণের বন্ধু’, ‘বিনোদিনী গো’, ‘মাটির তারা’, ‘বন্ধু আইলানা’, ‘বৃন্দাবন’, ‘প্রেমের জানাজা’, ‘স্বপ্ন উড়াইলা’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।