Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চারশ’ বছর আগের গল্প নিয়ে শেষ হলো কাজলরেখা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রায় এক দশকের বেশি সময় ধরে গিয়াস উদ্দিন সেলিম ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা’ সিনেমাটি নির্মাণের চেষ্টা করছিলেন। অবশেসে সিনেমাটির শুটিং শেষ করতে পেরেছেন। এর শুটিং শুরু হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। নেত্রকোণার দুর্গাপুরে শুটিং শুরু হয় এবং সেখানেই গত মঙ্গলবার শুটিং শেষ করেছেন। সিনেমাটির গল্প প্রায় ৪০০ বছর আগের। সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে ৯ বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন ৯, তখন এক নতুন গল্প তৈরি হয়। গিয়াস উদ্দীন সেলিম জানান, ৪০০ বছর আগে যেমন ছিল, তেমন করেই গল্পটি উপস্থাপন করা হয়েছে। সেট, কস্টিউম সেভাবেই তৈরি করা হয়েছে। সাধারণত যে বাজেটে সিনেমা হয়, তার থেকে তিনগুন বেশি বাজেট এ সিনেমায় লেগেছে। সিনেমাটি আগামী বছরের ফেব্রুারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিং পর্ব শেষ হয়েছে। এখন বাকি কাজগুলো দ্রুত শেষ করার কাজ চলছে। আমাদের টিম খুবই পরিশ্রম করছে। তিনি জানান, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। এছাড়া অভিনয় করেছেন শরিফুল রাজ, মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারশ’ বছর আগের গল্প নিয়ে শেষ হলো কাজলরেখা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ