Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ১ম ইনিংস : ৫৯৫/৮( ১৫২.০ ওভারে)
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৯২/৩( ৭৭.০ ওভার)
(তৃতীয় দিন শেষে)
শামীম চৌধুরী : মুখ থেকে বেরোনো মুশফিকুর রহিমের স্বপ্ন সত্যি হয়েছে। দ্বিতীয় দিনে সাকিবকে নিয়ে ৩৫৯ রানের রেকর্ড পার্টনারশিপে বাংলাদেশ স্কোর টেনে নিয়েছে সেই দিন ৫৪২/৭। ওই স্কোর তৃতীয় দিনে আরো অন্তত: ৫০টি রান যোগ করার স্বপ্ন দেখিয়েছে মুশফিককে। তিন বোলারকে নিয়ে এই লক্ষ্য পূরণ সাব্বিরের পক্ষে আদৌ কতোটা সম্ভব, তৃতীয় দিনের খেলা শেষে এ শঙ্কাই জেগেছিল সবার মনে। অথচ, সেখানে ২ টেল এন্ডারের প্রতিরোধের সঙ্গে দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে ১৬ ওভার পার করেছে বাংলাদেশ। সাব্বির ৪৪ রান যোগ করায় লক্ষ্য পূরণ হয়েছে মুশফিকুরের। সাব্বিরের ফিফটি পূরণ হওয়ায় টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৫/৮ স্কোরে ইনিংস ঘোষণার সাহস পর্যন্ত পেয়েছেন মুশফিকুর রহিম! টেস্টে ৫শ’ পেরুনো স্কোর বাংলাদেশের ৬টি, তবে প্রথমে ব্যাট করে সর্বোচ্চ স্কোরের ইনিংসে এখন দারুণ কিছু হাতছানি দিচ্ছে ওয়েলিংটন টেস্টে। ব্যাটসম্যানদের দেখানো স্বপ্ন পূরণে সাধ্যমত চেষ্টা করেছে বাংলাদেশ বোলাররা। বাংলাদেশের ওভারপ্রতি ৩.৯১’র জবাবে ৩.৭৯ রানে সন্তুষ্ট থেকেছে এদিন নিউজিল্যান্ড। তাতেই তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৩০৩ রানে।
৫শ’ স্কোরের ইনিংসের ম্যাচে একটিতেই শুধু হেরেছে বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৫২৭/৪’র জবাবে ৫৫৬ স্কোরেও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ২৪৫ রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ দল। তবে ৫শ’ স্কোর পেরুনো অন্য ৪টি ম্যাচের মধ্যে জয় ১টিতে, অন্য তিনটি ড্র’ করেছে বাংলাদেশ। ওয়েলিংটনে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ (৫৯৫/৮ ডি.) ইনিংসের ম্যাচের গতিপথ তৃতীয় দিন শেষে এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে অন্তত: ড্র’র সম্ভাবনা দেখতেই পারে বাংলাদেশ দল।
ওয়েলিংটনে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও হয়েছে রেকর্ড। এক ইনিংসে সবোচ্চ ৫টি ফিফটি ইতোপূর্বে ১টি ছিল বাংলাদেশের। ২০১২ সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ইনিংসে নাইম ইসলামের সেঞ্চুরির (১০৮) পাশে ছিল ৪টি ফিফটি (তামীম ৭২, সাকিব ৮৯, নাসির ৯৬, মাহামুদুল্লাহ ৬২)। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেও সাকিবের ডাবল (২১৭) এবং মুশফিকুরের সেঞ্চুরির (১৫৯) পাশে তামীম (৫৬), মুমিনুল (৬৪), সাব্বিরের (৫৪ নট আউট) ফিফটিতে সেই সংখ্যাকে করেছে স্পর্শ বাংলাদেশ দল। টেস্ট ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ষ্ঠ সর্বোচ্চ স্কোরের এই ম্যাচে গতকাল ব্যাটিংয়ে হাততালি পেয়েছেন সাব্বির। ১০ রান নিয়ে ব্যাটিংয়ে এসে দায়িত্বটা একটু বেশিই নিয়েছিলেন। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ভয়ংকর রূপ ছড়ানো ওয়েগনারকে (৪/১৫১) প্রতিরোধ করা টেল এন্ডারদের জন্য ছিল না সহজ কাজ। তবে দিনের চতুর্থ বলে সাউদিকে গøান্সে ফিফটির স্বপ্ন দেখা সাব্বিরের জন্য লক্ষ্যটা পূরণে সহায়ক হয়েছেন ওয়েগনারের একটি ওভারের পুরোটা তাসকিন এবং রাব্বী ২টি ওভার ডট করে! ৩১ রানের মাথায় বোল্টের বলে ন্যাথানের হাতে বেঁচে যাওয়া সাব্বির টেস্টে দ্বিতীয় ফিফটি উদযাপন করেছেন ওয়েগনারকে কভার ড্রাইভে বাউন্ডারির শটে!
ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে ১৮ ওভার বল করেছেন সর্বসাকুল্যে কামরুল ইসলাম রাব্বীÑ মেডেনহীন বোলিংয়ে উইকেট মাত্র ১টি। সেই রাব্বী গতকাল দিয়েছেন ব্রেক থ্রু! পেয়েছেন ২ উইকেট (২/৫৩)। প্রথম ডেলিভারীতেই নিউজিল্যান্ড ওপেনার রাভালকে (২৭) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। প্রথম স্পেলটিও ছিল অসাধারণ (২-০-২-১)। ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকা ডেঞ্জারম্যান রস টেলরকে (৪০) ও দিয়েছেন ফিরিয়ে রাব্বী। শর্ট বলে পুলে প্রলুদ্ধ করে স্কোয়ার লেগে ক্যাচ দিতে বাধ্য করেছেন রাব্বী। তবে ৪ বছর প্রথম শ্রেণীর ক্রিকেটের বাইরে কাটানো তাসকিনের অভিষেক টেস্ট উইকেট উদযাপন ছিল বলার মতো। কিউই অধিনায়ক কেন উইলিয়ামস (৫৩) মেকশিপ্ট উইকেট কিপার ইমরুলের হাতে ক্যাচ জমা দিয়েছেন তাসকিনের কৌশলেই।
৪র্থ বলেই উইকেট পেতে পারতেন তাসকিন। গুডলেন্থ ডেলিভারীতে থার্ড ¯িøপে দাঁড়ানো সাব্বিরের হাত থেকে সেই ক্যাচ গেছে ফসকে। ব্যাটিংয়ের সময়ে বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় মুশফিক গতকাল করতে পারেননি উইকেট কিপিং। এটাই কিছুটা হলেও ভুগিয়েছে বাংলাদেশ দলকে। মিরাজের বলে নিকোলস স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ দিয়েও গেছেন বেঁচে, ২৩ রানের মাথায় লাইফ পেয়ে ৩৫ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। ৩৯ রানের মাথায় শুভাশিষের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে গেছেন বেঁচে ল্যাথাম। ৮৩ রানের মাথায় তাসকিনের বলে লং লেগে সাকিব অমনোযোগী থাকায় নিতে পারেনি ল্যাথামের ক্যাচ। টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করে এখন এই ওপেনারই কিউই ইনিংসে প্রতিরোধ গড়ে তুলেছেন (১১৯ রানে নট আউট)। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে তৃতীয় দিন শেষে আরো দারুণ অবস্থায় থাকতে পারতো বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ