Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ০৯-১-২০১৭ তারিখে প্রকাশিত ‘তিনগুন বেশী মূল্যে কেনা হচ্ছে নিম্ন মানের বীজ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন সরেজমিন উইং-এর পরিচালক চৈতন্য কুমার দাস। প্রতিবাদে বলা হয়, সংবাদটি বস্তুনিষ্ঠ নয়। বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে হাইব্রিড ভুট্টা বীজের মূল্য নির্ধারণ  ও অনুমোদন মন্ত্রণালয় হতে হয়ে থাকে। প্রণোদনা ও রাজস্ব খাতের প্রদর্শনীতে ২৪০ টন ভুট্টা বীজ সিনজেনটাসহ বিভিন্ন কোম্পানি সরবরাহ করেছে। একই কোম্পানি থেকে সকল বীজ সরবরাহ করা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য- পরিচালক তার প্রতিবাদে কেন প্রতি কেজি ভূট্টা বীজ ৩০০ টাকা দরে ক্রয় করা হচ্ছে-এর কোনো ব্যাখা দেননি। এই দাম নিঃসন্দেহে বাজার মূল্যের চেয়ে তিনগুণ। বিভিন্ন উপজেলায় বিল প্রদানের জন্য কেন ফাঁকা ভাউচার সরবরাহ করেছেন, তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। এসব ফাঁকা ভাউচার প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ