গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ও সিলেট থেকে বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড প্রদান হচ্ছে - নূরুল ইসলাম বিএসসি
চট্টগ্রাম ব্যুরো : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নতি লাভ করবে। চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা বিস্তারে আমি ব্যক্তিগত উদ্যোগে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আজ আরো ২টি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে যাত্রা শুরু করেছে।
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর বিদেশে কর্মী প্রেরণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭শত ৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৩৬.৩১ শতাংশ বেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। সরকার জনশক্তিকে জনসম্পদে পরিণত করার কাজ করছে।
তিনি গতকাল (বুধবার) চট্টগ্রামে পুরাতন চাঁন্দগাও থানাস্থ বিএসসি চত্বরে চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বেগম সানোয়ারা বেগম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিকুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরী, সানোয়ারা গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম, কামরুল ইসলাম, শাকিলা জাহান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান, দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাতব্বর আবদুল মোমেন, ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ কুতুব উদ্দিন, হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমুজ্জামান, চিটাগাং কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতেমা বেগম, মন্ত্রীর নাতনী সিহিন্থা সাবিন রহমান, অভিভাবকদের পক্ষে খায়রুননেছা দিনা প্রমুখ।
প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আরো বলেন, চট্টগ্রাম জেলার জনগণের অধিক বৈদেশিক কর্মসংস্থানের সুযোগের কথা বিবেচনা করে আমরা চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের কার্যক্রম শুরু করেছি। বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড গ্রহণ করার জন্য বিদেশগামীদের ঢাকাস্থ বিএমইটি অফিসে আসতে হতো, যা বিদেশগামীদের জন্য ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। আমি তাই বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড প্রদান শুরু করেছি।
বিএমইটি ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট, রংপুর, যশোর ও বরিশাল থেকে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম শুরু করা হয়েছে। সানোয়ারা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সানোয়ারা বেগম বলেন, মানুষের কল্যাণের জন্য শিক্ষার বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।