Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিকূলতা সত্ত্বেও কর্মসংস্থান ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে চাকরি হারায় মার্কিনরা। সম্প্রতি কোভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে আর্থিক অবস্থা পুনরুদ্ধারে নেমেছে প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় গত মাসে ৪ লাখ ৩১ হাজার কর্মসংস্থান বেড়েছে যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য বলছে, এ নিয়ে টানা ১৫ মাসের মতো কর্মসংস্থান বেড়েছে দেশটিতে। ফলে দেশটিতে বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশে নেমেছে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বার, রেস্তোরাঁ ও হোটেলগুলোয় কর্মসংস্থান সব থেকে বেশি বেড়েছে। মহামারীর কারণে হারানো কর্মসংস্থানগুলোর প্রায় সবই পুনরুদ্ধার হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে শ্রমবাজারে বিদ্যমান সংকটের ফলে কর্মীদের আকর্ষণ করতে বেতন বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। শ্রম বিভাগের তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় গত মাসে কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বেতন ও কর্মসংস্থান ঊর্ধ্বমুখী থাকায় দেশটিতে মূল্যস্ফীতি আরো বাড়ছে। গত ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা গত ৪০ বছরের সর্বোচ্চ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিকূলতা সত্ত্বেও কর্মসংস্থান ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ