Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছরে ৩৭টি সিনেমা নির্মাণ করবেন মুভি লর্ড ডিপজল

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকার চলচ্চিত্রে মুভি লর্ড খ্যাত ডিপজল চলচ্চিত্রে ফিরেছেন, এটি পুরনো কথা। এখন তিনি দুটি সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত। একটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। নাম ‘এক কোটি টাকা’। অপরটি পরিচালনা করছেন তার মেয়ে ওলিজা মনোয়ার। নাম ‘মেঘলা’। দুটি সিনেমার কাজই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন খবর হচ্ছে, ডিপজল আগামী তিন বছরে ৩৭টি সিনেমা নির্মাণ করবেন। এটি তার একটি প্যাকেজ প্রোগ্রাম। এসব সিনেমা বিরতীহীনভাবে একের পর এক নির্মিত হবে। এর কারণ হচ্ছে, নতুন করে ফিরেই তিনি ঘোষণা দিয়েছেন প্রতি মাসে দুটি করে সিনেমা মুক্তি দেবেন। এজন্য তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন। প্রায় দুইশ’ সিনেমা হল নিজস্ব ব্যবস্থাপনায় তিনি ডিজিটাল প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বসানোর কাজ শুরু করেছেন। এর ফলে চলচ্চিত্রে একটি প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য থেকে নির্মাতারা কিছুটা হলেও রেহাই পাবেন। নির্মাতারা সিনেমা নির্র্মাণে উৎসাহী হয়ে উঠবেন। চলচ্চিত্রের বাজার চাঙা হয়ে উঠবে। ডিপজলের নতুন করে ফেরার বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। তারা বলছেন, আরও আগে তিনি এলে চলচ্চিত্রের এই দুরবস্থা হতো না। দেরিতে হলেও তার আগমন চলচ্চিত্রে সুবাতাস বইতে সহায়তা করবে। একটি প্রতিষ্ঠানের একক কর্তৃত্ব হ্রাস পাবে। কারণ একমাত্র ডিপজলই পারেন বড় ধরনের বিনিয়োগ করে একের পর এক চলচ্চিত্র নির্মাণ করতে। এতে সিনেমা ইন্ডাস্ট্রি উপকৃত হবে। তার একের পর এক সিনেমা নির্মাণের কারণে চলচ্চিত্রে একটি ধারাবাহিকতা সৃষ্টি হবে। বলার অপেক্ষা রাখে না, তার রয়েছে বিপুল দর্শক গ্রহণযোগ্যতা। তিনি এ গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছেন দর্শকদের মনের মতো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করে। দর্শক কী চায়, তা তিনি ভালভাবে অবগত। ফলে মূল ধারার এই চলচ্চিত্র ব্যক্তিত্বের এই নতুন উদ্যোগ দর্শক সানন্দে গ্রহণ করবেন বলে আমরা মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ