Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ‘ব্যাড বয়েজ’ চলচ্চিত্রে ডিজে খালেদ

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

‘ব্যাড বয়েজ’ সিরিজের তৃতীয় পর্বের জন্য দীর্ঘদিন দর্শকরা অপেক্ষায় ছিল। অবশেষে উইল স্মিথ আর মার্টিন লরেন্স ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ নামের এই নতুন ফিল্মটিতে ডিটেকটিভ মাইক লাওরি আর ডিটেকটিভ মার্কাস বার্নেটের ভূমিকায় ফিরছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মার্কিন সঙ্গীত ব্যক্তিত্ব ডিজে খালেদ। জো প্যান্টোলিয়ানো ক্যাপ্টেন কনর‌্যাড হাওয়ার্ডের ভূমিকায় ফিরবেন। আগের দুটি ফিল্মেই তিনি একই ভূমিকায় অভিনয় করেছেন। নতুন কাস্টের মধ্যে আছেন ভ্যানেসা হাজেন্স, আলেকজান্ডার লুডউইগ, চার্লস মেল্টন, জ্যাকব স্কিপিও এবং পাওলা নুনেজ। প্রথম তিনজন নতুন প্রজন্মের পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন: কেন্দ্রীয় দুই চরিত্রের সঙ্গে তাদের দ্বন্দ্ব হবে। খালেদ মোহাম্মদ খালেদ ওরফে ডিজে খালেদ (৪৩) টুইট করেছেন : “আনন্দের সঙ্গে ঘোষণা করছি @ব্যাডবয়েজ #ব্যাডয়েজফরলাইফ চলচ্চিত্রে #উইলস্মিথ আর #মার্টিনলরেন্সের সঙ্গে যোগ দিচ্ছি।” “সামনে কী আসছে তার সম্পর্কে আপনাদের কোনও ধারণা নেই। আমি অস্কারের জন্য আসছি। স্রষ্টা সবচেয়ে মহান।” মায়ামির পটভূমিতে পিটার ক্রেইগের চিত্রনাট্যে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ পরিচালনা করবেন আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ। ২০২০ সালের ১৭ জানুয়ারিতে ফিল্মটি মুক্তি পাবে। জেরি ব্রাকহাইমারের সঙ্গে প্রযোজনা করবেন ডাগ বেলগ্র্যাড এবং উইল স্মিথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাড বয়েজ’ চলচ্চিত্রে ডিজে খালেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ