বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার সিদ্ধান্ত নিলেও এর পক্ষে ও বিপক্ষে জনগণের মতামতের জন্য যশোরে চলছে প্রতীকী গণভোট গ্রহণ। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আয়োজনে গত ৬ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ ভোট গ্রহণ চলছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত । ১৯ জানুয়ারি যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ গণভোটের রায় প্রকাশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। সোমবার শহরের জজকোর্ট মোড়ে গণভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোটাররা তাদের মতামত জানাচ্ছেন। ভোট দিতে আসা মনিরামপুরের পলাশী এলাকার মেহেদী হাসান বলেন, ‘সুন্দরবন আমাদের তথা জাতীয় সম্পদ। এর অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবনের ক্ষতি মানেই আমাদের ক্ষতি। তাই বিকল্প স্থানে বিদ্যুৎকেন্দ্র করা হোক’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।