Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরোপুরি ফিট না হলে আইপিএল নয়

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএলে নিজের অভিষেকেই সানরাইজার্স হায়দারাবাদের ট্রফি জয়ে রেখেছেন অবদান। আইপিএলের সর্বশেষ আসরে ১৭ উইকেট পেয়ে আসরের সেরা উদীয়মানে পুরস্কৃত হয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে আস্থার প্রতিদান দিতে পারায় এবারো সানরাইজার্স হায়দারাবাদ রেখে দিয়েছে মুস্তাফিজুরকে। তবে আগামী এপ্রিল থেকে অনুষ্ঠেয় আইপিএলে মুস্তাফিজুরের খেলার সম্ভাবনা নির্ভর করছে তার ফিটনেসের উপর। কাঁধের টেলিস্কোপ সার্জারির পর পুরোপুরি ফিটনেস ফিরে পাননি মুস্তাফিজুর রহমানÑ নিউজিল্যান্ড সফরে ২ ওয়ানডে এবং ২ টি-২০ ম্যাচে মুস্তাফিজুরের বোলিং সে কথাই বলছে। সে কারণে পুরোপুরি ফিট হয়ে না উঠলে মুস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি দিবে না বিসিবি, গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘ও যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকে, তাহলে এক শতাংশ ঝুঁকিও নিবে না বিসিবি। ওর যদি শারীরিক ফিটনেস শতভাগ ঠিক না থাকলে এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে আমরা কোন ঝুঁকিই নিব না।’
ক্রিকেটারদের অন্য কোন দেশের লিগে খেলার অনুমতি দেয়ার এখতিয়ার সে দেশের বোর্ডের। মুস্তাফিজুরের সবচেয়ে বড় আয়ের উৎস আইপিএল বলেই আইপিএলে তার খেলার ব্যাপারে অনাপত্তিপত্র (এনওসি) দেয়ার বিষয়টিও ভাবনায় ফেলেছে বিসিবি প্রধানকেÑ ‘আইপিএলে খেলতে হলে বিসিবি’র পক্ষ থেকে এনওসির একটা ব্যাপার আছে। এটা একটা ইস্যু। আইপিএল খেলতে পারা যে কোন ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আইপিএলে পারফর্ম করে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পেয়েছে মুস্তাফিজ। সে ওখানে একটা পুরস্কারও পেয়েছে। এছাড়া টাকার ব্যাপারটাও ফেলে দেয়া যায় না। অনেক টাকা। তাই এটা অনেক বড় ইস্যু।’
নিউজিল্যান্ড সফরকালেই মুস্তাফিজুরকে পুরোপুরি ফিট করে আনতে করণীয় সব কিছু করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘যখন শুনলাম ও নাকি দেশে চলে আসতে চাইছে, তখন ‘না’ করে দিয়েছি। মুস্তাফিজুরকে ওখানেই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে নিয়ে আসাই হবে উত্তম কাজ।’
কাঁধে যেখানে অস্ত্রোপচার হয়েছে সেখানে নয়, মুস্তাফিজুরের সমস্যা অন্য জায়গায়। কোমরে ব্যথাটা ভোগাচ্ছে মুস্তাফিজুরকে নিউজিল্যান্ড সফরে, এমন তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘শেষ টি-২০ ম্যাচে মুস্তাফিজুরের খেলার কথা ছিল। যখন জানলাম ও খেলবে না, তখন ওকে ফোন করে জানতে চাইলাম সমস্যাটা কোথায়। তখন ও আমাকে বলল ওর ব্যথা লাগছে। তখন আমি মাশরাফি, সাকিব, মুশফিক, কোচ, ফিজিও ও প্রধান নির্বাচককে সঙ্গে কথা বললাম। ও কম কথা বলে। যতোটা জানি বায়েজিদের (বাংলাদেশ দলের সাবেক ফিজিও) সঙ্গে ভালো কথা বলে। তাই বায়েজিদকে আমার বাসায় ডেকে এনে ফোনে ওর সাথে প্রায় ২০ মিনিট কথা বলানোর ব্যবস্থা করে দিয়েছি। ওদের কথা শেষে বায়েজিদ বলেছে, যেখানে অপারেশন হয়েছে সেখানে নয়, কোমড়ে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা এখনও আছে।’
এদিকে একদিন আগে যমুনা টিভির সঙ্গে আলাপকালে পাপন নিজেই জানিয়েছিলেন, মোস্তাফিজকে বাংলাদেশ দলের একটি অংশ দলে চায় না। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি উড়িয়ে দিয়েছেন পাপন নিজেই। তিনি বলেন, ‘মোস্তাফিজকে দলের অনেকেই চায় না, আমার ধারণা এটাও একটা গুজব। তবে যদি হয় অবশ্যই... আর এটা আমরা এখনও কিছু জানি না।’



 

Show all comments
  • Hm Arif billah ১০ জানুয়ারি, ২০১৭, ১১:৩৫ এএম says : 0
    দৈনিক ইনকিলাব পএিকাটিকে ধন্যবাদ জানাই আমি সব সময় ভালো সংবাদ পাওয়াতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ