Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবাধিকার কমিশনের ক্ষোভ ছত্রিশগড়ে পুলিশ কর্তৃক ১৬ ধর্ষিতা ক্ষতিপূরণ পায়নি

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৬ মহিলা ভারতীয় নিরাপত্তা বহিনীর সদস্যদের কর্তৃক ধর্ষিতা হলেও তারা তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে গত শনিবার সেখানকার জাতীয় মানবাধিকার সংস্থা। এই সংস্থা ধর্ষিতা ও লাঞ্ছিতাদের ক্ষতিপূরণ দাবি করেছেন। মানবাধিকার কমিশন জানিয়েছে, তারা ধর্ষণের বিষয়টি আমলে নিয়ে তা প্রমাণ করার অপেক্ষায় আছেন, প্রাথমিকভাবে তারা ধর্ষণের বিষয়ে প্রমাণ পেয়েছেন। আরো জানা গেছে, এই মামলায় কমপক্ষে ২০ নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের কথা জানতে পেরেছেন কমিশন। মানবাধিকার কমিশন আরো জানিয়েছে, তারা সরকারের কাছে জানতে চান কেন নির্যাতিতাদেরও ৩৭ লাখ টাকা দেয়া হয় নাই। মানবাধিকার কমিশন ছত্তিশগড় সরকারের চিফ সেক্রেটারির কাছে জানতে চান, কেন নির্যাতিতাদের প্রতি দেও টাকা পরিশোধ করা হয়নি। কথা ছিল, ৮ ধর্ষিতাকে দিতে হবে ৩ লাখ টাকা মাথা প্রতি। আর যারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের ৬ জনকে দেয়ার কথা ছিল মাথা প্রতি ২ লাখ টাকা করে। আর যে দুইজনকে শুধুমাত্র মারপিট করা হয় তাদের দেয়ার কথা ছিল ৫০ হাজার টাকা।
মূলত মানবাধিকার কমিশন ধর্ষিতা ও শরীরিকভাবে লাঞ্ছিতাদের পক্ষে সরকারের সঙ্গে একটি বোঝাপড়ায় নেমেছেন। যাতে তারা স্বাভাবিক জীবন ও জীবিকার সন্ধান করতে পারেন। বিগত ২০১৫ সালের একটি সংবাদ পত্রের সংবাদ মারফত মানবাধিকার কমিশন জানতে পারেন, ছত্তিশগড় রাজ্যের বিজয়পুর জেলার মধ্য দিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা গমনকালে ৫ গ্রামের নারীদের ধর্ষণ ও মারপিট করে। মানবাধিকার কমিশনের মতে এই সময়ে সেখানের পুুলিশের সদস্যদের দ্বারা কমপক্ষে ৪০ নম:শূদ্র নারী ইজ্জত হারায়। অনেকে হয়েছে শারীরিকভাবে লাঞ্ছিত। গ্রামের লোকেরা মানবাধিকার কমিশনকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা যখন গ্রামের মধ্য দিয়ে গমন করে তখন তারা গ্রামবাসীর বিভিন্ন জিনিসের ক্ষতি সাধন করে। এছাড়া গ্রামবাসীর প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। মানবাধিকার কমিশন জানিয়েছে, এই ধর্ষণ ও লাঞ্ছনার জন্য সরকার অবশ্য দায়ি। এই কমিশন আরো জানিয়েছে, এই দুঃসহ ঘটনার জন্য পুলিশ একটি তদন্ত কমিশন গঠন করে কিন্তু বিষয়টি ওখানেই থেমে যায়। ধর্ষিতাদের কোনো বক্তব্য পুলিশ গ্রহণ করেনি। তারা আরো মনে করেন, ধর্ষিতারা নম:শূদ্র সম্প্রদায়ের বলে সত্যিকার অর্থে তাদের কোনো প্রাপ্য বিচার তারা পাননি। সাউথ লাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ