প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: ডিপজলের নির্মাণাধীন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়লেন চিত্রনায়িকা অমৃতা খান। গত ৩১ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে দুই সিনেমার মহরতের মাধ্যমে মুভি লর্ড ডিপজল চলচ্চিত্রে নতুন করে যাত্রা শুরু করেন। তার এই যাত্রাকালে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন অমৃতা খান। তবে শেষ পর্যন্ত তাকে বাদ পড়তে হলো। এর কারণ হিসেবে জানা যায়, অমৃতার অপেশাদার আচরণে ডিপজল ক্ষুব্ধ হন। তাছাড়া তার পারফরমেন্সও তাকে অসন্তুষ্ট করে। ফলে তিনি অমৃতাকে তৎক্ষণাৎ বাদ দেন। অমৃতার পরিবর্তে এখন নেয়া হয়েছে চিত্রনায়িকা আঁচলকে। তাকে নিয়েই সিনেমার শূটিং করা হচ্ছে বলে জানা যায়। এর ফলে বলা যায়, নবাগত অমৃতা একটি ভাল সুযোগ পেয়েও হারালেন। অন্যদিকে চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে যাওয়া আঁচল বেশ আড়ম্বরেই আবার তার ক্যারিয়ার শুরু করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।