Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিপজলের বড় ছেলের বিয়ে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি বিয়ে করছেন। গত ৫ জুন সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বর-কনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নাচ, গানে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি হয়। ৮ জুন মিরপুরে বিয়ে হবে। আগামী ১০ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। কনের নাম কাজী তাসফিয়া। মনোয়ার হোসেন ডিপজল তার বড় ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তারা যাতে সুন্দরভাবে সুখে-শান্তিতে সংসার জীবন কাটাতে পারে, এই দোয়া কামনা করেন তিনি। উল্লেখ্য, মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন। এবার ঘরে আসছে বড় ছেলের পুত্রবধূ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজলের বড় ছেলের বিয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ