Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ পালনে যেতে পারলেন না ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১১:৫৬ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে একসময় খল নায়ক হিসেবে অভিনয় করলেও ধীরে ধীরে ইতিবাচক চরিত্রে দেখা যায় তাকে। অভিনেতার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। সম্প্রতি শোনা যাচ্ছিল স্বপরিবারে সউদী আরব যাবেন ওমরাহ পালন করতে। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

নিজের ফেসবুকে ডিপজল জানান, বরাবরের মতো এবারও তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের বউসহ ওমরাহ’য় যাচ্ছেন। তারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না।

তবে আগামীতে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ পালনের ইচ্ছে আছে বলেও জানান এই খল অভিনেতা। আর পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল।

এদিকে ডিপজলের দুই সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এগুলো হলো- ‘মানুষ হলো অমানুষ’ ও ‘জিম্মি’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ