Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব হতে গিয়ে বাপ্পীর বেয়াদবি!

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে নির্মাতাদের কাছে চিত্রনায়ক বাপ্পী সাহা ‘বেয়াদব’ হিসেবে বেশি পরিচিত। যার তার সাথে যেমন খুশি তেমন আচরণের কারণে তার এই পরিচিতি। চলচ্চিত্রে তার যতটা না অবস্থান রয়েছে, তার চেয়ে বেশি নিজেকে জাহির করা এবং নির্মাতাদের সিডিউল ঘাপলার কারণে এই পরিচিতি পেয়েছেন। সিনিয়র শিল্পীদের সাথে ‘বেয়াদবি’ করা নিয়েও তার বদনাম রয়েছে। অনেকে বলছেন, বাপ্পী শাকিবকে নকল করতে গিয়ে এমন আচরণ করছেন। তারা বলছেন, যদি শাকিবের ধারেকাছেও বাপ্পী যেতে পারত আর তার মতো সুপার হিট সিনেমা উপহার দেয়ার নজির সৃষ্টি করতে পারত, তাহলে তার এই উল্টাপাল্টা আচরণ সহ্য করা যেত। অথচ বাপ্পী তার স্বল্প সময়ের ক্যারিয়াবে সুপারহিট সিনেমা দূরে থাক, সাধারণ ব্যবসা করার মতো কোনো সিনেমাই উপহার দিতে পারেনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটিতো একেবারে মুখ থুবড়ে পড়ে। তারপরও তার কোনো ‘হুশ’ হয় নাই। অনেকে বলছেন, যে নায়ক একটি সুপারহিট সিনেমা এখন পর্যন্ত দিতে পারেনি, তার এমন আচরণ কোনোভাবেই মানায় না। ফিল্মে একটা প্রবাদ খুব বেশি প্রচলিত, দুধ দেয়া গরুর লাথি সহ্য হয়। যেমনটি সহ্য করা হয়েছে শাকিবের বেলায়। এখন এই ছেলে শাকিব নয়, শাকিবকে অনুকরণ করতে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। তার উপর কোনো ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারছে না। তার এমন আচরণ তো সহ্য করা যায় না। এদিকে বাপ্পীর হাতে নতুন সিনেমা নেই বললেই চলে। যে দুয়েকটি সিনেমায় শূটিং করছে, তা নিয়েই বড়াই করে চলেছে এবং শাকিবের মতো নির্মাতাদের ভোগানোর চেষ্টা করছে। চলচ্চিত্রের অনেকে টিপ্পনি কেটে বলছেন, যে ছেলে এক-দুইটা সিনেমা নিয়ে শাকিবীয় আচরণ করে, তিনটা সিনেমা হাতে থাকলে না জানি কী করতো! আবার যে ছেলে নিজের সিনেমার ডাবিংই করতে পারে না, অন্যের কণ্ঠ দিয়ে কথা বলানো হয়, তার এমন আচরণ কি মানায়! কুয়োর ব্যঙ সাগরে পড়লে যা হয় আরকি!



 

Show all comments
  • Abdul Alim ২৬ এপ্রিল, ২০১৭, ৬:০২ পিএম says : 0
    ১০০০% রাইট,,ওর তো অভিনয় করার কোনো যোগ্যতাই নেই,,??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ