প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ঢাকা মৌলিক নাট্যদলের মুখপত্র প্রকাশনা ‘মৌলিক বার্তা’ আজীবন সম্মাননা-২০১৬ পেলেন দেশের প্রবীণ গিটারিস্ট এনামুল কবির। সম্প্রতি বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইটিআইয়ের সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট যাত্রানট, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে। মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলিক পরিবারের উপদেষ্টা, নাট্যাভিনেতা ও পরিচালক ডি এ তায়েব, নাট্যনির্মাতা দীপু হাজরা, বিশিষ্ট সমাজসেবক লায়ন ভূইয়া মোহাম্মদ রাশেদ, নাট্যনির্মাতা এম আর মিজান প্রমুখ। অনুষ্ঠানে এনামুল কবির ছাড়াও আরও সম্মাননা পান অভিনেতা ডি এ তায়েব, নির্মাতা দীপু হাজরা, লায়ন ভূইয়া মোহাম্মদ রাশেদ, মঞ্চদাস রফিক নটবর, গীতিকবি সজীব শাহরিয়ার, সঙ্গীতশিল্পী ঐশী, প্রযোজক মারুফ খান প্রেম, নাট্যনির্মাতা এম আর মিজান এবং নাট্যবিষয়ক মুখপত্র ‘থিয়োটার’ পত্রিকা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সেরাকণ্ঠ খ্যাত শিল্পী প্রদিপ্ত বাপ্পি এবং ঐশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ। সবশেষে ঢাকা মৌলিক নাট্যদলের প্রথম প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন হয়। আজীবন সম্মাননাপ্রাপ্ত ৭৪ বছর বয়সী এনামুল কবিরের জন্ম নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গিটারশিল্পী, সুরকার ও স্বরলিপিকার। বাংলাদেশ গিটারশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এনামুল কবিরের গিটারেই ৫৮ বছর কেটে গেছে। ১৯৮১ সালে তার বাজানো হাওয়াইন গিটারে হারানো দিনের গান শিরোনামে অ্যালবাম বের হয়। এরপর ১৯৮৪ সালে গিটারে মুক্তিযুদ্ধের গান। অ্যালবামের সঙ্গে গানগুলোর স্বরলিপির একটি বইও বের হয়। গিটারে বাজানো তার এই অ্যালবামের মুক্তিযুদ্ধের গানগুলো এখন নিয়মিত সংসদ টেলিভিশনে বাজছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।