পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিবিসি বঙ্গবন্ধুর বাকশাল গঠনকে সমর্থন করেছিল। পনেরই আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকা-ের পর বঙ্গবন্ধুকে নিয়ে বিবিসির একটি ভাষ্যে বাকশাল গঠনকে সমর্থন করে ব্রিটিশ শাসনের পৌনে দুশ’ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশকে মৌলিক রাজনীতির দিকে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।
এতে বলা হয়, বঙ্গবন্ধু বাকশাল গঠনের মাধ্যমে ব্রিটিশ শাসনের পৌনে দুশ’ বছরের ইতিহাসে বাংলাদেশকে প্রথম মৌলিক রাজনীতির দিকে নিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয় শাসন ব্যবস্থার ভিত শক্তিশালী হচ্ছিল। বাঙালি জাতির প্রাণশক্তি বঙ্গবন্ধু এ জাতিকে সমর্যাদায় বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ নিয়েছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিক্রিয়ায় দেশের বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসব কথা বলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বঙ্গবন্ধুর হত্যার খবরটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর সাড়ে ছ’টায় তার কনিষ্ঠ কন্যা সেজুতির কাছ থেকে শুনতে পান উল্লেখ করে বলেন, তারপর সারাদিনই তিনি দেশী-বিদেশী রেডিও-টিভির খবর শুনেছেন।
তিনি বলেন, এমন সময় বঙ্গবন্ধুকে নিয়ে বিবিসির একটি ভাষ্য বা মূল্যায়নে তিনি বেশ আশ্চর্য হয়েছিলেন। ওই ভাষ্যে বিবিসি বঙ্গবন্ধুর বাকশাল গঠনকে সমর্থন করে ব্রিটিশ শাসনের পৌনে দুশ’ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশকে মৌলিক রাজনীতির দিকে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সে পথ বন্ধ হয়ে যায় বলে বিবিসির ভাষ্যে উল্লেখ করা হয়েছিল বলেও তিনি জানান।
বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, প্রশাসনিক স্তরের ভিত মজবুত করতে বঙ্গবন্ধু বাকশাল গঠন করে বাকশালের রাজনৈতিক শাখা ও প্রশাসনিক শাখার সমন্বয় ঘটিয়ে ছিলেন। এতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা ব্যবস্থায় একটা ইতিবাচক সুস্থতা ফিরে এসেছিল। আমলাতান্ত্রিক ব্যবস্থাও জবাবদিহিতার স্তরে নেমে এসেছিল। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বে সমর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বলেই এ উদ্যোগ নিয়েছিলেন।
নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর ৬টায় ফার্মগেট থেকে এক আত্মীয়ের ফোনে বঙ্গবন্ধুকে হত্যার খবরটি জেনে মুহূর্তের মধ্যেই তিনি স্তম্ভিত হয়ে যান। শুধু তিনি নন, এ খবর শুনে সেদিন পুরো জাতি স্তম্ভিত হয়ে গিয়েছিল বলে তিনি জানান।
বঙ্গবন্ধুকে হত্যায় বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে হাসান ইমাম বলেন, তিনি ছিলেন বাঙালি জাতির প্রাণশক্তি। শোষিত ও নিপীড়িত বাঙালির উন্নত জীবনের এ স্বপ্নদ্রষ্টা যদি সেদিন নিহত না হতেন, তাহলে বাংলাদেশ এতোদিনে উন্নত দেশে পরিণত হতো।
নাট্য সংগঠক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, তার বড় ভাই ভোর ছ’টায় তাকে ঘুম থেকে ডেকে বঙ্গবন্ধু নিহত হওয়ার খবরটি দেন। অবিশ্বাস্য এ খবরটি শুনে তখন তিনি হতবাক হয়ে যান। খবরটি সত্য না মিথ্যা তা বুঝে উঠতেও তার কিছু সময় লেগেছিল বলে তিনি জানান।
বাচ্চু বলেন, টেলিভিশনে তখন ‘জয়বাংলা’র পরিবর্তে ‘জিন্দাবাদ’ এবং ‘বাংলাদেশ বেতার’ নাম পাল্টে ‘রেডিও বাংলাদেশ’ ঘোষণা দিয়ে অনুষ্ঠান সম্প্রচার করছিল। আর একটু পর পরই মেজর ডালিমের কুৎসিত ঘোষণাটি শুনতে হচ্ছিল। হঠাৎ এসব দেখে ও শুনে এবং দেশের কি হবে ভেবে তখন হতাশা তাকে পেয়ে বসেছিল বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, এ হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ২৪ বছরের অধিকার আন্দোলন ও ৯ মাসের মুক্তিযুদ্ধ সবই শেষ করে দিতে চেয়েছিল স্বাধীনতাবিরোধী ওই কুচক্রী গোষ্ঠীটি। কিন্তু তারা তা পারেনি। তবে এ হত্যার কারণে দেশ ও জাতি পিছিয়ে গেছে অনেক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।