Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই উৎপাদনে মৌলিক পরিবর্তন আনা সম্ভব -শ্রমিক আন্দোলন

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, শ্রেণি বৈষম্য দূর না হলে মালিক-শ্রমিকের সুসম্পর্ক কখনো গড়ে উঠবে না। আর মালিক-শ্রমিকের সুসম্পর্ক  ছাড়া কাম্যমানের উৎপাদন সম্ভব নয়। এ লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন মালিক-শ্রমিক সংঘর্ষ নয়, বরং সুসম্পর্ক স্থাপনের সেতুবন্ধনের কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে মালিক-শ্রমিকের সমন্বিত উদ্যোগ গ্রহণ একান্ত প্রয়োজন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই উৎপাদনের সকল ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন আনতে পারে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর পূর্ব ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বরকতের সভাপতিত্বে এবং নকীব বিন হুসাইন ও সিরাজুল ইসলাম আকনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, মুফতি মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ হারুনুর রশিদ সৈয়দ ওমর ফারুক, সাব্বির আহমদ সালমান, মুহা. রমজান আলী, বাবুল হুসেন প্রমুখ।
কর্মসূচি : ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিল আজ সকাল ১০টা থেকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই উৎপাদনে মৌলিক পরিবর্তন আনা সম্ভব -শ্রমিক আন্দোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ