Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিজ বাঁচিয়ে রাখতে টিম পারফরমেন্সে চোখ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পরিচ্ছন্ন ব্যবধানে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও হারের ব্যবধান হয়েছে বড়। বাংলাদেশের ১৪১/৮’র জবাব দিয়েছে নিউজিল্যান্ড ১২ বল হাতে রেখে। সে কারণেই টি-২০’র নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংধারী দলের বিপক্ষে তাওরাঙ্গার মঙ্গানুইয়ের বে-ওভারে আজ সিরিজের আশা বাঁচিয়ে রাখার পরীক্ষা বাংলাদেশ দলের। টি-২০তে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীতটা হতাশার। ৫ ম্যাচের সব ক’টিতেই হার। সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে তাই বিচ্ছিন্ন পারফরমেন্স নয়, দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
গতকাল অনুশীলন শেষে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন গত বছর টি-২০তে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক (১৬ ম্যাচে ৪৬৩) সাব্বির রহমান রুম্মান- ‘ব্যক্তিগত পারফরম্যান্স কিছু কিছু হচ্ছে, কিন্তু টিম হিসেবে আমরা পারফর্ম করতে পারছি না। সে কারণেই আমরা সবাই টিম পারফরমেন্সের দিকে নজর দিচ্ছি।’
নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয়টা বাংলাদেশ দলের জন্য আকাশের চাঁদ হাত দিয়ে ধরার মতোই। তারপরও শেষ ২টি টি-২০ ম্যাচে অসম্ভবকে সম্ভব করার ছক আঁকছে বাংলাদেশ দল। সে লক্ষ্যের কথাই শুনিয়েছেন সাব্বির- ‘ভালো ক্রিকেট খেলতে এখানে এসেছি। কিন্তু ভালো খেলতে পারছি না। তবে তার মানে এই নয় যে, আমরা ভালো খেলতে পারি না। পরের দুটি ম্যাচের দিকে তাই আমরা আরও বেশি মনোযোগ দিচ্ছি। যেন শেষ দু’টি ম্যাচ জিততে পারি। তার জন্য প্রস্তুত আমরা।’
মাউন্ট মঙ্গানুইয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে স্বাগতিকদের বিপক্ষে খেলার ফর্মূলাও টিম ম্যানেজমেন্ট বের করেছে বলে জানিয়েছেন সাব্বির- ‘পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমাদেরও বোলাররা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। যদি দুই-তিনটা দারুণ ক্যাচ নিতে পারি আমরা, তাহলে তা অসম্ভব নয়। আবার দুইশ’ রান করে ব্যাটসম্যানরাও জেতাতে পারে।’ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশের ১৪১ চেজ করে নিউজিল্যান্ডকে জিততে ১৮ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। এখানেই বোলারদের কৃতিত্ব দিচ্ছেন সাব্বির- ‘আগের ম্যাচে ১৪১ করেও আমরা যে খেলা ১৮ ওভার পর্যন্ত নিতে পেরেছি, তার কৃতিত্ব বোলারদেরই দিতেই হবে। ১৬০-১৭০ রান করতে পারলে হয়তবা জিতেই যেতাম।’
নিউজিল্যান্ড সফরে নেলসনে ৩৮ রানের ইনিংস ছাড়া বলার মতো ইনিংস নেই সাব্বিরের। প্রতিটি ইনিংসেই সেট হয়ে উইকেট দিয়েছেন বিলিয়ে। সে কারণেই অনুশোচনার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সাব্বির। সিরিজ কভার করতে যাওয়া একটি অনলাইনকে নিজের এই কষ্টটাই করেছেন প্রকাশ- ‘ভুলটা কোথায় হচ্ছে, কোনটা ঠিকমত করতে পারছি না, তা নিয়ে একা একা ভাবছি। ব্যাটিংয়ে সমস্যা খুব বেশি হচ্ছে না, কিন্তু হুট করেই আউট হয়ে যাচ্ছি। আমার নিজেরও প্রতিদিন মনে হচ্ছে, আজকে বড় ইনিংস হবে। কিন্তু হচ্ছে না।’ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ফার্গুসনের ফুলটস ডেলিভারীতে মিড অনে ক্যাচ তুলে দেয়ায় নিজেকে বড় অপরাধী মনে করছেন সাব্বির- ‘ভাবিনি যে ওরকম ফুলটস বল পাব। চমকে গিয়েই আউট হয়ে গেছি। ওই শটটি নিয়ে ভুল করেছি।’
মঙ্গানুইয়ে বে-ওভাল বাংলাদেশ দলের অনেকের জন্য নতুন ভেন্যু হলেও ক্রাইস্টচার্চ, নেলসন, নেপিয়ারের চেয়ে আকারে তুলনামূলক বড় এই ভেন্যুতে খেলার অতীত আছে বাংলাদেশ ওপেনার তামীম ইকবালের। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আসর এইচআরভি কাপে নর্দান ডিস্ট্রিক্টের বিপক্ষে ওয়েলিংটনের হয়ে ৪৯ বলে চার ছক্কা ৪ বাউন্ডারিতে ৬৮ রানের সেই ইনিংস থেকেই টনিক নিচ্ছেন তামীম। এই মাঠের উইকেট পুরোপুরি পেস ফ্রেন্ডলি নয়, মঙ্গানুইয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড দলে ইস সোধির অন্তর্ভুক্তি সে আভাসই দিচ্ছে। পরিবর্তিত চেহারার এই উইকেটও আশাবাদী করে তুলতে পারে বাংলাদেশ দলকে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথা ভেবেই মঙ্গানুইয়ের দারুণ প্রকৃতিতে বাংলাদেশ দলের উজ্জ্বাল্য ছড়ানো ক্রিকেটের দিকেই তাকিয়ে এখন দেশবাসী।
টি-২০তে টানা ৫ হারে টানা হারে দ্বিতীয় রেকর্ডটি করে ফেলেছে বাংলাদেশ দল। টি-২০তে মুশফিকুরের ২৩ ম্যাচের ক্যাপ্টেনসিকে নেপিয়ারে ছাড়িয়ে যাওয়া মাশরাফিকেও তাই পড়তে হচ্ছে পরীক্ষায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ