Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মার্কিন সিনেটে বিল উত্থাপন

রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার উদ্যোগ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমকে রাজধানী বানাতে চায় ইসরাইল। আর এ প্রস্তাবে সায় রয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের। এবার মার্কিন সিনেটে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে। ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়া ও মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে আনাই এ বিলের মূলকথা। মার্কিন সিনেটে বিলটি উত্থাপন করেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং নেভাডার সিনেটর ডিন হেলার। গত বুধবার ১১৫তম মার্কিন কংগ্রেসে শপথ গ্রহণের পরই তারা এ বিল উত্থাপন করেন। ট্রেড ক্রুজ এক বিবৃতিতে বলেন, জেরুজালেম ইসরাইলের চিরস্থায়ী ও অবিভক্ত রাজধানী। কিন্তু ওবামা প্রশাসন এটা মেনে নিতে প্রস্তুত ছিল না। এবার সময় এসেছে মিত্র দেশটির রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার। আমাদের পুরনো প্রতিশ্রুতি রাখার। প্রসঙ্গত, গত দুই দশক ধরে রিপাবলিকানরা এ চেষ্টা চালিয়ে এসেছেন। তবে এতোদিন তা ব্যর্থ হয়েছে। এবার রিপাবলিকানদের এ তৎপরতার পেছনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন রয়েছে। নির্বাচনী প্রচারণায় একাধিকবার ইসরাইলে নিযুক্ত মার্কিন দূতাবাস রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মার্কিন সিনেট শেষ পর্যন্ত এ বিলের পক্ষে সিদ্ধান্ত নিলে তা হবে জাতিসংঘের নীতির সাথে সাংঘর্ষিক। সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখ- হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষও এখানে রাজধানী করতে ইচ্ছুক। দ্য গার্ডিয়ান, সিএনএন।



 

Show all comments
  • সুফিয়ান ৬ জানুয়ারি, ২০১৭, ১১:০৭ এএম says : 0
    এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ