Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে সরকারি নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না- এমন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত সোমবার দুপুরে এক তথ্য বিবরণীতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনানুযায়ী বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউন লিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী অন্যান্য শাস্তি আরোপ করা হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বাংলাদেশে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা জারির আনুষ্ঠানিক তথ্য জানালো সরকার। এদিকে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিল্পী-নির্মাতা ও কলাকুশলীদের সম্মিলিত জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) গত ৩০ নভেম্বর তারা জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফার দাবিতে মহাসমাবেশ করেন। এতে শেষের দাবিটি ছিল এমনটাই। এরপর এফটিপিও আরও ৮টি দাবি উপস্থাপন করেছে। ৫ দফা হলো- দেশের বেসরকারি টিভি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান প্রচার বন্ধ করতে হবে, অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে, সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে। ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিভিশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ