Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মেয়র

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিক্রেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দেয়ার পর নিজেই মাদক বিক্রেতাদের ধরতে পুলিশ নিয়ে অভিযানে নামের পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। অভিযানে পৌর এলাকার কয়েকজন মাদক বিক্রেতাকে ধরে মুচলেকা নিয়ে প্রথম বার সর্তক করে দেয়া হয়। গতকাল মঙ্গলবার আবার উল্লাপাড়া পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে জনতার সহায়তায় দুই মাদক বিক্রেতাকে আটক করেন পৌর মেয়র। আটক মাদক বিক্রেতাদের পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে, ভ্রাম্যমাণ আদালত ওই দুই মাদক বিক্রেতাকে সাড়ে চার মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে। দÐ পাওয়া মাদক বিক্রেতারা হলোÑ উল্লাপাড়া পৌর এলাকার আদর্শ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলম ও জহুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আকরাম আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দÐাদেশ প্রদান করেন। জানা গেছে, উল্লাপাড়া পৌর এলাকার আদর্শ গ্রামের এরা দু’জন দীর্ঘদিন ধরে নিজেরা মাদক সেবন ও এর ব্যবসা করে আসছিল। উল্লেখ্য ইতোমধ্যে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম পৌর শহরকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। এজন্য তিনি মাদক বিক্রেতা এবং সেবীকে ধরিয়ে দিতে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ঘোষণার পর পুরো পৌর শহরে বিভিন্ন মহল্লায় মাকক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিসহ পৌরবাসী পৌর এলাকাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত বিভিন্ন মহল্লায় নজরদারি করছে। এতে পৌর শহরের মাদক ব্যবসায়ী এবং সেবীদের মাঝে আতঙ্ক শুরু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ