বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির ২০১৭ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সকল সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে মতিয়ার রহমান ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ (মৃদুল)। নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান বগুড়া বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন। শপথের পর নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম ফজলুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সদস্য, বগুড়া বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আল মাহমুদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মোজাম্মেল হক। এ সময় বগুড়া জেলা জজ শিপের বিভিন্ন পর্যায়ের বিচারবৃন্দ ও সিনিয়র, জুনিয়র আইনজীবিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান বলেন, বিচার প্রার্থীদের কল্যাণে আমাদের সকলকে আত্মনিয়োগ করতে হবে। বিজ্ঞ আইনজীবি ও বিজ্ঞ বিচারকদের দ্বারা কোনভাবেই যেন বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি ২০১৭ সালে বগুড়া বার সমিতি পরিচালনার জন্য যারা দায়িত্ব পেয়েছেন তারা যেন বারের সকল সদস্যদের কল্যাণে কাজ করতে পারেন সে আহবান জানান।
রাজবাড়ীতে দু’টি বাল্য বিয়ে বন্ধ, ৩ জনের কারাদÐ
গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের মহারাজপুর ও নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে দু’টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে কারাদÐ প্রদান করা হয়েছে।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের মহারাজপুর গ্রামের আরমান মন্ডলের মেয়ে ঘোরামারা সদাশিপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সুখি খাতুনকে অভয়নগর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে আশরাফুলের সাথে সোমবার রাতে বিয়ের আয়োজন করে। মহারাজপুর ইয়ুথ কমিটি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির কর্মকর্তাকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কনের পিতা আরমান মন্ডল, বর আশরাফুল ও বাবা শাহজাহানকে ৫দিন করে বিনাশ্রম কারাদÐের আদেশ প্রদান করে। তাদের ৩জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশ সোমবার বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের নুরনবীর মেয়ে নুরুন্নাহারের বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।