Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে চোখ সাবিনাদের

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে চায় বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে আজ লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা গ্রæপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছে। তাই বলা যায় সাফের শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে সেয়ানে-সেয়ানে লড়াই। দু’দলের মিশন একই। একদিকে টুর্নামেন্টে ভারতীয়দের শিরোপা ধরে রাখা আর অন্যদিকে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করার মিশন। এ মিশন সফলভাবে শেষ করতে চায় বাংলাদেশ। লাল-সবুজ মেয়েদের লক্ষ্য সাফের শিরোপা জিতে দেশের নারী ফুটবলে ইতিহাস সৃষ্টি করা। পারবে তো বাংলাদেশ? আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হবে চতুর্থ সাফ মহিলা ফুটবলের ফাইনাল।
এবারের টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বাংলাদেশ। গ্রæপ পর্বে তারা অসাধারণ পারফরমেন্স করে অপরাজিত থেকেই সেরার খেতাব জিতে সেমিফাইনালে জায়গা পায়। তাই বলা যায় ফাইনালে মাঠে নামার আগে দুর্দান্ত বাংলাদেশ। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে রুখে দেন সাবিনারা। আর ‘বি’ গ্রæপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের দ্বিতীয় ম্যাচে তারা ‘এ’ গ্রæপ রানার্সআপ মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে টিকিট কাটে ফাইনালের। এ ম্যাচে বাংলাদেশ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। গোলরক্ষক সাবিনা আক্তারের দক্ষতায় সেমিফাইনাল পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে।
অন্যদিকে একই গ্রæপের দল ভারত প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করে। ফলে গ্রæপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে স্বাগতিকরা। সেমিফাইনালের প্রথম ম্যাচে ভারত ৩-১ গোলে গত তিন আসরের রানার্সআপ নেপালকে গুড়িয়ে ফাইনালে জায়গা পায়।
মহিলা সাফের গেল তিন আসরে যা করা হয়নি এবার তাই করে দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রæপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুরন্ত বাংলাদেশকে আটকাতে পারেনি কেউ। তাই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ফাইনালেও জয় তুলে আনবেন সাবিনা, স্বপ্না, নার্গিসরা। এমনটা আশা করে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও। তাই তো গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাকে বলতে শোনা যায়, ‘ফাইনালে আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব জয় তুলে আনতে। এখন আমাদের একমাত্র লক্ষ্য শিরোপা জয় করা। আমরা একটা পর একটা ম্যাচ খেলছি এবং চেষ্টা করছি নিজেদের শতভাগ মাঠে ঢেলে দিতে। ফাইনালে ভারতকে সমীহ করেই মাঠে নামব।’ তিনি যোগ করেন, ‘আমার চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলে গোল করা।’
সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক কন্যা স্বপ্না বলেন, ‘ফাইনালে জিতে ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই।’ যদি তাই হয়, তাহলে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা আরেকটি ইতিহাস গড়বে। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক বাছাই ও অনূর্ধ্ব-১৬ এশিয়ান প্রাক-বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পালা।
এদিকে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের ছক আঁকছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তবে সেই কৌশল ম্যাচের আগে প্রকাশ করতে নারাজ তিনি। তাই কাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছোটন বলেন, ‘এখন কিছুই বলব না। আগামীকাল (আজ) মাঠেই দেখা যাবে কোন কৌশলে খেলছে আমার দল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতিহাস

২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ