Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিনহো-গার্দিওলার দিনে ম্লান ক্লপ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে জয় দিয়ে বছর শুরু করেছে ম্যানচেস্টারের দুই দলই। তবে দুইবার এগিয়ে গিয়েও শেষ রক্ষে হয়নি লিভারপুলের। অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের মাঠে ২-২ গোলের ড্রয়ের মাল্য পরতে হয়েছে ইয়ুর্গুন ক্লপের দলকে।
ইতিহাদে একজন কম নিয়েও বার্নলিকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার সিটি। প্রথমার্ধে ফার্নান্দিনহোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে গোল দুটি করেন গায়েল ক্লিসি ও বদলি খেলোয়াড় সার্জিও আগুয়েরো। এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আকাশী-নীলরা। ড্র করেও সিটির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থনেই আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে চেলসি। ব্যবধানটা আরো কমানোর দু’ দু’বার সুযোগ পেয়েছিল ‘অল রেড’ খ্যাত দলটি। দুই অর্ধে করা ড্যানিয়েল স্ট্যারিজ ও সাদিও মানের গোলে দুবার এগিয়েও গিয়েছিল তারা। দু’বারই পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জার্মেইন ডিফো।
ওদিকে হোসে মরিনহোর ইউনাইটেডের টানা ষষ্ঠ জয়টা ছিল ১০ জনের ওয়েস্টহামের বিপক্ষে। ম্যাচের পঞ্চদশ মিনিটে ইংলিশ ডিফেন্ডার ফিল জোন্সকে ফাউল করায় রেফারি মাইক ডেন সরাসরি লাল কার্ড দেখান আলজেরিয়ান মিডফিল্ডার সোফিয়ান ফেঘোলিকে। এরপরও ৬৩ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল ওয়েস্ট হাম। এরপর মার্কাস রাশফোর্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে হুয়ান মাতার ১০ গজ দূরের শটে আর অক্ষত থাকে নি স্বাগতিক জাল। শেষদিকে ব্যবধান বাড়ান জøাতান ইব্রাহিমোভিচ। লিগে এটি সুইডিশ তারকার ১৩তম গোল। এক গোল বেশি নিয়ে চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা চেলসি স্ট্রাইকার ডিয়াগো কস্তা। টানা ৬ ম্যাচ জয়ের পরও পয়েন্ট তালিকার ছয় নম্বরেই আছে ইউনাইটেড। তবে এক ম্যাচ কম খেলা টটেনহামের সমান ৩৯ পয়েন্ট ওল্ড ট্রাফোর্ডের দলটির। এক পয়েন্ট বেশি নিয়ে চারে আর্সেনাল।
এক নজরে ফল : এভারটন ৩-০ সাউদাম্পটন, ম্যান সিটি ২-১ বার্নলি, সান্ডারল্যান্ড ২-২ লিভারপুল, ওয়েস্ট ব্রæম ৩-১ হাল সিটি, ওয়েস্ট হাম ০-২ ম্যান ইউ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ