Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে চতুর্থ ফাহাদ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৩ বছর) একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চতুর্থ স্থান লাভ করেছে। ৯ খেলায় ফাহাদসহ পাঁচ জন খেলোয়াড় সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে রানার-আপের জন্য টাই করে। টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদ চতুর্থ হয়। গতকাল অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের অদিত্য গুহগারকরকে পরাজিত করেন। ৮ পয়েন্ট নিয়ে ভারতের ভি প্রনভ চ্যাম্পিয়ন হন এবং ফাহাদের সমান ৭.৫ পয়েন্ট নিয়ে ভারতের শেলকে শংকরশাহ রানার-আপ হয়েছেন। ফাহাদ চতুর্থ হয়ে ভারতীয় রুপির পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন। চ্যাম্পিয়ন দেড় লাখ এবং রানার-আপ এক লক্ষ দশ হাজার রুপি অর্থ পুরস্কার পান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে পাঁচটি দেশের ১৮৬ জন দাবাড়–অংশ নেন। অপরদিকে একই শহরে অনুষ্ঠানরত আইআইএলএফ দ্বিতীয় মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার (ওপেন) অষ্টম রাউন্ড শেষে ফাহাদ ৮ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন। আগের দিন অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আউদি আমিয়াকে পরাজিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহাদ

২২ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ