বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একজন আবরার ফাহাদ হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা। মানুষের কল্পনার জগতের মানুষ। হা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা সারা বিশ্বের মানুষকে বেশ নাড়া দিয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এ হত্যার প্রতিবাদে বিচারের দাবি জানিয়ে মিছিল সমাবেশ করছেন। ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য দিলেন ব্যতিক্রমী এক খবর। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আর সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদের নামে।
সন্তানের নাম রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শামীম হাসান নামের ওই র্যাব সদস্য। তিনি লেখেন, ‘Alhamdulillah, আল্লাহর অসীম মেহেরবানিতে আজ পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহূর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ’।
ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচলিত পশ্চিমা উচ্চ ডিগ্রী এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দূরে রাখিয়া একজন দানশীল, গরিব দুঃখিদের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবো। সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।