Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারি ফিশারের মৃত্যুতে ডিজনির লাভ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী ক্যারি ফিশারের সাম্প্রতিক মৃত্যুতে ক্ষতিপূরণ হিসেবে ডিজনি ৫০ মিলিয়ন ডলার পাবে। প্রতিষ্ঠানটির সঙ্গে অভিনেত্রীর ‘স্টার ওয়ার্স’ সিরিজের চলমান ট্রিলজির সবগুলো ফিল্ম শেষ করার চুক্তি ছিল। ডিজনি এর ব্যত্যয়ের ঝুঁকিটি বীমা করে রাখে।
সূত্র জানিয়েছে, লয়েডস অব লন্ডন যুক্তরাষ্ট্র-ভিত্তিক এক্সেপশনাল রিস্ক কাভারেজের সঙ্গে তাদের ‘চুক্তি সংরক্ষণ’ নামের একটি বীমা প্যাকেজের অধীনে এই অর্থ পরিশোধ করবে। মার্কিন প্রতিষ্ঠানটি বীমা ক্ষেত্রে জটিল অতিসফল মানুষদের নিয়ে মানব পুঁজির ঝুঁকি নিয়ে কাজ করে।
গত সপ্তাহে তারকাটির মৃত্যুর আগে তিনি ‘স্টার ওয়ার্স : এপিসোড এইট’ ফিল্মটির কাজ শেষ করেছিলেন। এই ফিল্মটি এ বছর মুক্তি পাবে। ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ নামের পরের পর্বটিতে তার ভূমিকার গুরুত্ব আরও বাড়ার কথা ছিল। এটি মুক্তি পাবে ২০১৯ সালে।
নিশ্চিত করেই এখন শেষ পর্বটির কাহিনীতে আমূল পরিবর্তন আনতে হবে।
ক্যারি ফিশার গত বছরের ২৭ ডিসেম্বর লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যাবার পথে বিমানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঠিক একদিন পরেই হলিউডের আরেক কিংবদন্তি তার মা ডেবি রেনল্ডস স্ট্রোকে পরলোকগমন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যারি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ