প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের শীর্ষ কমেডিয়ান জিম ক্যারি অভিনয় থেকে অবসর নেবার ঘোষণা দিয়েছেন। সা¤প্রতিক এক সাক্ষাতকারে ক্যারি জানিয়েছেন, পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ‘যথেষ্ট’ কাজ করে ফেলেছেন। অ্যাক্সেস হলিউডকে দেয়া এই সাক্ষাতকারে ৬০ বছর বয়সী অভিনেতা বলেন, আমি অবসর নিচ্ছি। আমি সিরিয়াস। তবে তা নির্ভর করে যদি কোনও এঞ্জেল স্বর্ণের কালিতে লেখা ভাল কোনও চিত্রনাট্য নিয়ে আসে আর জানায় এটি মানুষের জন্য ভাল কিছু করবে তাহলে হয়তো কাজ করব। তবে আমি আপাতত কাজে বিরতি দিচ্ছি। তিনি আরও বলেন, আমি নীরব জীবন পছন্দ করি, আর ক্যানভাসে পেইন্ট দেয়া, আর আমার আধ্যাত্মিক জীবনও- তবে অন্য সেলিব্রিটিরা হয়তো এমন বলে না আমি বলছি- যথেষ্ট হয়েছে। আমি যথেষ্ট করে ফেলেছি, আমি যথেষ্ট হয়েছি। আবার এটা পহেলা এপ্রিলের রসিকতাও হতে পারে বলে কিছু মানুষ সন্দেহ প্রকাশ করেছে। অস্কারে উইল স্মিথের চড়-কান্ড প্রসঙ্গে ক্যারি বলেন, আমি হলে মামলা করে দিতাম, ক্রিস ঝামেলা নিতে চাইছে না। ‘ইয়েস ম্যান’ এবং ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’ ফিল্মের অভিনেতা জানা তিনি হলে স্মিথের বিরুদ্ধে ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।