বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে কাপড়ের দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ১ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি এলাকার কাওরান বাজারে সী ওয়েভ ফ্যাশন হাউজ নামক কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক আফসার উদ্দিন বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে সী ওয়েভ ফ্যাশন হাউজ নামক কাপড়ের দোকানে তালা লাগিয়ে দোকানের ম্যানেজার আবুল কালাম আজাদ বাড়িতে চলে যান।
ঐ রাতে অজ্ঞাত নামা চোরেরা দোকানের সাটারের তালা কেটে ও থাই গøাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের শার্ট, প্যান্ট, শাড়ী, লুঙ্গি, থ্রী পিছসহ বিভিন্ন ধরণের গার্মেন্টস সামগ্রী চুরি করে নিয়ে যায়। শ্রীপুর থানার ডিউটি অফিসার জানান, চুরির অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।