Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে খেলার মাঠ উদ্ধাওে গ্রামবাসীর অবস্থান কর্মসূচি

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ও গোচারণ ভ‚মি দখলমুক্ত করতে এবার মাঠে নেমেছেন গ্রামবাসী। রোববার বিকেলে গ্রামের শতাধিক লোকজন ওই খেলার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি খেলার মাঠ ও গোচারণ ভূমিখেকোদের হাত থেকে উদ্ধার করে এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী এ মাঠটি রক্ষা করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আকিক মিয়া চৌধুরী, আব্দুর রহমান, কামরুজ্জামান সেবুল, আতিকুর রহমান, আব্দুর রহমান, মনির মিয়া, মাসুক আলী, আব্দুর রহমান, চুরুক আলী, আজাজুল ইসলাম, খালিছ মিয়া, নুরুল ইসলাম, হুসিয়ার আলী, ফারুক আলী, আছকির মিয়া, শাহিন মিয়া।
গ্রামবাসী জানান, এসএ রেকর্ড মতে, চাঁন্দভরাং মৌজার জেএল নং-১০৩ এবং ৪৩১৩ দাগে মোট ৪.২৭ একর ভ‚মিতে খেলার মাঠ ও গোচারণ ভূমি রয়েছে। আর ওই মাঠের তিন স্থানে আদিকাল থেকেই এলাকার লোকজন খেলাধুলা করে এলেও কালের বিবর্তনে দখল আর ভরাটের ফলে মাঠটি নিজস্ব সৌন্দর্য হারিয়ে একেবারেই সঙ্কীর্ণ হয়ে পড়েছে। দখল-পাল্টাদখলের কারণে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি একাধিক মামলাও চলমান রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, এখনো গ্রামবাসীর কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সরকারি খেলার মাঠ হয়ে থাকলে কিংবা মাঠ নিয়ে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে বিষয়টি ভূমি কর্মকর্তার মাধ্যমে তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বনাথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ