Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাজী হায়াৎ-এর ৫০তম চলচ্চিত্রে মৌসুমী

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১৯৭৯ সালে ‘দি ফাদার’ চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াৎ-এর অভিষেক ঘটে। এরপর থেকে আজ পর্যন্ত তিনি ৪৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সর্বশেষ তিনি ‘ছিন্নমূল’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। তবে নতুন বছরের শুরুতে তিনি ইমপ্রেসে টেলিফিল্মের প্রযোজনায় নিজের লেখা গল্পে ‘ঘুম’ নামক একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে গত ৩০ ডিসেম্বর চূড়ান্ত হয়েছেন মৌসুমী। কাজী হায়াৎ-এর ৫০’তম চলচ্চিত্র ‘ঘুম’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে মৌসুমী বেশ উচ্ছ¡সিত তিনি। ১৯৯৭ সালে প্রয়াত নায়ক মান্না প্রযোজিত ‘লুটতরাজ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন মৌসুমী কাজী হায়াৎ-এর নির্দেশনায়। এরপর মৌসুমী একই পরিচালকের নির্দেশনায় ‘১৯৯৯ সালে ‘আম্মাজান’, ২০০০ সালে ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ এবং সর্বশেষ ২০০৩ সালে ‘মিনিস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘ ১৩ বছর পর আবারো কাজীয় হায়াৎ-এর নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটা আমার ভীষণ সৌভাগ্য যে কাজী হায়াৎ-এর মতো গুণী একজন চলচ্চিত্র নির্মাতার পঞ্চাশতম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। আমি কিন্তু আগেও ভেবে দেখিনি যে এটি তার পঞ্চাশতম চলচ্চিত্র হতে যাচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যম থেকে যখন জানানো হলো এটি তার ৫০তম চলচ্চিত্র, তখন ভীষণ ভালো লাগলো। এরইমধ্যে ঘুম চলচ্চিত্রটির গল্প শুনেছি। তার নির্দেশনায় কাজ করার মধ্যে ভালো লাগার বিষয় হচ্ছে, গল্প এবং সংলাপ অসাধারণ হয়। তিনি এমন বিষয় সাহসিকতার সাথে চলচ্চিত্রে তুলে ধরেন যা অন্য আর কেউ তেমন একটা পারেন না। ঘুম ঠিক তেমনি একটি চলচ্চিত্র এবং আমি আশাবাদী এটি হবে নতুন বছরে আমার নতুন এক চ্যালেঞ্জ। আরকেটি কথা না বললেই নয় যে এখন আগের মতো ধৈর্য নেই কাজ করার। কিন্তু প্রচÐ মায়া আছে চলচ্চিত্রকে ঘিরে। যে কারণে কোনরকম অবহেলা নিয়ে নয়, ভালোবাসা, শ্রদ্ধা, মায়া নিয়েই চলচ্চিত্রে কাজ করছি এখনো।’ কাজী হায়াৎ বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের ৩৭টি বছর অতিক্রম করেছি। ভাবতেই পারিনি সাফল্য নিয়ে ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে পারবো। ইমপ্রেসেকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সেইসাথে মৌসুমীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে মৌসুমী জানে যে ঘুম কোন বাণিজ্যিক চলচ্চিত্র নয়, তারপরও সে বেশ আগ্রহ নিয়ে কাজটি করার জন্য সম্মতি দিয়েছে। ভালো কাজ করার জন্য তারমধ্যে যে প্রবল উৎসাহ দেখেছি, এটা আমাকে মুগ্ধ করেছে।’



 

Show all comments
  • ইমরোজিনা ২ জানুয়ারি, ২০১৭, ১২:২২ পিএম says : 0
    দু’জনই অভিজ্ঞ, দেখা যাক কী হয়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ