Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপির সহধর্মিণী রুবি ইসলামের কুলখানি অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সহধর্মিণী রুবি ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে উপজেলা করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজে কোরআনখানি, মিলাদ, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য এম এ মতিন, চাঁদপুরের জেলা প্রশাসক মো: আবদুর সবুর মÐল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র মো: নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান পাটোয়ারী প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুর রউফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ