Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাখমুত নিয়ন্ত্রণে রাখতে চলছে ইউক্রেন সেনাদের আপ্রাণ লড়াই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:৪০ পিএম

ইউক্রেনের বাখমুত শহর দখল করতে চাইছে রাশিয়া। তবে কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আর তাই রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।

কিয়েভ জানিয়েছে, তারা কিছুতেই রাশিয়ার সামরিক বাহিনীকে বাখমুত দখল করতে দেবে না। মূলত বাখমুত হলো পূর্ব ইউক্রেনের প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি শহর যা গত কয়েক মাস ধরে রাশিয়ার সেনা সদস্যরা দখল করতে চাইছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের সেনাবাহিনী এই শহরকে বাঁচাবে। তারা কোনোভাবেই রাশিয়ার সেনাকে শহরটি দখল করতে দেবে না।
ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘বাখমুত-সহ ডনবাস এলাকায় কষ্টকর ও কঠিন লড়াই হচ্ছে। সেখানে ইউক্রেনের যে সেনারা লড়ছেন, তাদের সাহস, শক্তি ও লড়াইকে আমি সম্মান জানাই।’
ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই এলাকায় কঠিন লড়াই হচ্ছে। তবে শহর এখনও ইউক্রেনের দখলে আছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে’। তবে প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লড়াই

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ