পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক জুনিয়র সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ জন প্রতিযোগীর রৌপ্য ও ব্রঞ্জ পদক লাভ করায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। উল্লেখ্য, ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগিতা গত ২-১১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালীতে অনুষ্ঠিত হয়। বিজ্ঞানভিত্তিক এ প্রতিযোগিতার আসরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ মোসাদ্দেক হোসেনের কনিষ্ঠ পুত্র তাহমিদ মোসাদ্দেক মাহিন রৌপ্য পদক লাভ করে। সে নটরডেম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ প্রতিযোগিতায় মাহিন ছাড়াও ফারদিন মুনির, আবির মাহমুদ, নিহাল যুবায়ের, আহমেদ নাফিজ ফারহান ও মিরাজ আহমেদ অংশগ্রহণ করে। জার্মানী, নেদারল্যান্ডস, চীন, তাইওয়ান ও ভারতসহ ৪৮টি দেশের ২৭৬ জন প্রতিযোগী এ আন্তর্জাতিক জুনিয়র সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।