Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমার কাজ শুরু করছেন রাকা

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রাকা বিশ্বাস অল্প সময়ে চলচ্চিত্রে বেশ আলোচনায় এসেছেন। এরই মধ্যে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমা দুটির নাম ‘অপরাধ জগত’ ও ‘আপালা’। নতুন বছরে নতুন আরেকটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রের নবাগত এই অভিনেত্রী। নতুন সিনেমাটির নাম ‘ফাঁসির আসামি’। এতে তার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ ও রবিন। পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। সিনেমাটির জন্য রাকা ফাইট ও নাচের তালিম নিচ্ছেন। নিজেকে দর্শকের সামনে ভিন্নভাবে তুলে ধরার জন্য এ তালিম নিচ্ছেন। ইতোমধ্যে রাকা এফ এ সুমনের ‘জানেরে খোদা জানে’ গানের ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন। এটি নির্মাণ করেছিলেন শামসুল হুদা। রাকা বলেন, চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। নতুন এ সিনেমার গান, গল্প ও লোকেশনে দর্শক নতুনত্ব পাবে বলে আশা করছি। নতুন বছরের শুরুতে ‘ফাঁসির আসামি’র গানের কাজ শুরু হবে। এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন রাকা। খুব শিগগিরই তার মুক্তি পাবে ‘অপরাধ জগৎ’ সিনেমাটি। রাকা বলেন, রোমান্টিক ও অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে ভালো লাগে আমার। নতুন ছবি ‘ফাঁসির আসামী’-এর গল্পটিও নিয়ে বেশ আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ