Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ার জ্বালানি পাইপলাইন বিস্ফোরণ, নিহত অন্তত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১০:৫৩ এএম | আপডেট : ২:৪৬ পিএম, ৪ মার্চ, ২০২৩

নাইজেরিয়ায় জ্বালানি পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

দক্ষিণাঞ্চলীয় রিভার স্টেটে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্টের (এসপিডি) মালিকানাধীন পাইপলাইনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাছাকাছি থাকা ৫টি গাড়ি আগুনে পুড়ে যায়। প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। সরকারের নির্দেশনায় শুরু হয়েছে তদন্ত।
নাইজেরিয়ায় জ্বালানি চুরি বা পাইপলাইনে নাশকতা প্রায় নিয়মিত ঘটনা। এসব কারণে অনেক সময় ঘটে বড় ধরনের দুর্ঘটনাও। গত বছর এপ্রিলে একই ধরনের বিস্ফোরণের ঘটনায় শতাধিক প্রাণহানি হয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ