বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাফল্য অব্যাহত আছে। এবার জেডিসি পরীক্ষায় মাদরাসায় মোট ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ৩৯ জন, ‘এ’ ১৩৯ জন,‘এ’ মাইনাস ২১ জন, বি গ্রেড- ৬ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ১৪ জন, ‘এ’ ৭৭ জন,‘এ’ মাইনাস ৯ জন, বি গ্রেড- ২ জন, সি গ্রেডে পাস করেছে ১জন, পাসের হার শতভাগ।
এদিকে জামেয়া আহমিদয়া সুন্নিয়া মহিলা মাদরাসা শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। জেডিসিতে ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন এ প্লাস, ১৬ জন এ। এবতেদায়ীতে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন এ প্লাস, ৪৫ জন এ এবং ৩ জন এ মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ।
অপরদিকে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন বন্দরস্থ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল মাদ্্রাসা এবারও ইবতেদায়ি ও জেডিসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। জেডিসি পরীক্ষায় ৬৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ প্লাস ৮ জন, এ গ্রেড ৫২ জন, এ মাইনাস পেয়েছে ৩ জন। ইবতেদায়ি পরীক্ষায় ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। এ প্লাস ১২ জন, এ গ্রেড ৯ জন, এ মাইনাস ৬ জন, বি গ্রেড ১০ জন, সি গ্রেড ১১ জন এবং বাকি ২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
নেছারিয়া মাদ্রাসা
ইবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার জেডিসিতে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন এ প্লাস, ৬৬ জন এ মাইনাস এবং ১৪ জন বি গ্রেডসহ মোট ৮২ জন উত্তীর্ণ হয়েছে। ইবতেদায়ীতে ৯০ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪ জন এ প্লাস, ৩৬ জন এ, ৩৫ জন এ মাইনাস, ১১ জন বি ও ১ জন সি গ্রেডসহ মোট ৮৭ জন উত্তীর্ণ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।