Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে: ভিসি ড. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৪:৫৩ পিএম

প্রথমবারের মত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উত্তর বাংলা কলেজে অস্ট্রেলিয়া, লন্ডন, ভারতসহ ৫০টির বেশি দেশের খ্যাতিমান শিক্ষাবিদদের নিয়ে তিন দিন ব্যাপী শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষার আলোই ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে পারে। আমরা এখন যা করছি তা সততার সঙ্গে করছি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য করছি। আপনারা যা করছেন সেটি সন্তানদের মঙ্গলের জন্য করছেন। আমাদের হাত দিয়ে সমাজের মধ্যে কিছু বিভাজন তৈরি হয়েছে। আমাদের সুস্থ সংস্কৃতির বিকাশের মধ্যে অপসংস্কৃতি ঢুকেছে। আমাদের মধ্যে দেশীয় সংস্কৃতির পাশাপাশি বিদেশি মাদকের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে।’

 

শিক্ষকদের উদ্দেশে ভিসি ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ বিষণœতায় ভোগে, বিপথে যায়, জঙ্গি হয়। আমরা চাইবো আমাদের একটি সন্তানও জঙ্গি হবে না। বিপথগামী হবে না। আমাদের একটি সন্তানও কোনোভাবে মাদকাসক্ত হবে না। প্রতিটি সন্তানকে পাহাড়া দিতে হবে। প্রতিটি বাবা-মাকে নিশ্চিত করতে হবে তার সন্তান যেন ভুল পথে না যায়। একমাত্র শিক্ষার আলোই এই সব জায়গা থেকে দূরে রাখতে পারে। আসুন আমাদের সন্তানদের ভবিষ্যত গড়ে তুলি। প্রিয় দেশমাতৃকা গড়ে তোলার যে দায়িত্ব সেটি শুধু আমরা পেশায় শিক্ষক সেকারণে নয়। আমরা একটি মহত্বের মধ্যে আছি সেকারণেও নয়। আজকে আমরা যে পর্যায়ে এসেছি তার পেছনে আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ আছে। তাঁরা লাফিয়ে লায়িয়ে জীবন দিয়েছেন আমরা ভালো থাকবো বলে। তাঁদের সঙ্গে আমাদের রক্তের ঋণ। আজকে ইউক্রেন-রাশিয়া যখন যুদ্ধ করে আর আমরা তখন মানবিকতায় লাখো শরণার্থীকে আশ্রয় দেই। কারণ আমরা আদর্শের পৃথিবী গড়তে চাই।’

গত রোববার ২৬ ফেব্রুয়ারি বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে এ সম্মেলনের উদ্বোধন করেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা স্কটল্যান্ডের গ্যাসকো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক। তিন দিন ব্যাপী শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা, পাকিস্তান, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে উন্নত দেশের শিক্ষার মান ও পদ্ধতি সাথে দেশের চলমান শিক্ষা পদ্ধতির তুলনা এবং এ থেকে উন্নতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যুগে যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, পরিবর্ধন এবং আগামীর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয় শিক্ষাবিদদের এ সম্মেলনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ