রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুলিয়ারচর উপজেলার দাস পাড়া গ্রামের রঞ্জিত কুমার দাসের ছেলে মৃনাল কান্তি দাস সানি (২৬)-কে রাম দা, চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পারিবারীক সূত্রে জানা যায়, প্রায় চার মাস পূর্বে লোকনাথ মন্দির ও কালীবাড়ি মন্দিরের জায়গা নিয়ে নিহত সানি ও এলাকার কাউন্সিলর সুব্রত দাসের সঙ্গে ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে সানিকে বর্তমান কাউন্সিলর সুব্রত দাসের নির্দেশে হত্যা করেছে বলে সানির মা প্রাইমারী প্রধান শিক্ষিকা মিহির বালা দাস জানান। এ বিষয়ে কুলিয়ারচর থানায় হত্যা মামালা দায়ের করেন নিহতের বাবা রঞ্জিত কুমার দাস। বিষয়টি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান নিশ্চিত করেছেন। তবে আসামিদেরকে গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। সন্দেহজনক হিসাবে সুবল দাস নামক একজনকে আটক করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।