Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে নয়ন শেখ (৩২) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নয়ন শেখ বড়ফা বাজারে সবজির ব্যবসা করতো। সে বড়ফা চরপাড়া গ্রামের আব্দুল আলী শেখের ছেলে। এ ঘটনায় বড়ফা চরপাড়া গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে একটি ব্যাটারি চালিত ইজি বাইক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা বরফা খেয়াঘাাট সংলগ্ন আশরাফ কাজী ও কালু কাজীর বাড়ির পাশে বালুর মাঠে নয়নের লাশ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া ঘটনা স্থলের আশপাশ থেকে পুলিশ জামা-কাপড় ও একটি ছুরি উদ্ধার করেছে। নয়নের মা ফজরা বেগম জানান, তারা জালালাবাদ ইউনয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মিনার সমর্থক। প্রতিপক্ষ আলীম মোল্লার লোকজন তার ছেলেকে বৃহস্পতিবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ বালুর মাঠে ফেলে রেখেছে। এভাবে কুপিয়ে কোন মানুষকে হত্যা করা হয় না। আমি এ হত্যাকা-ের বিচার চাই। প্রতিপক্ষ বড়ফা গ্রামের আলীম মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান, গ্রামকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে মজিবর মিনার লোকজনই নয়নকে হত্যা করেছে। আমাদের লোকজনকে ফাঁসাতেই আমার সমর্থক আশরাফ ও কালু কাজীর বাড়ির সামনে লাশ ফেলে রেখেছে। নয়নকে অন্যত্র হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে আমরা সন্দেহ করছি। আমার বিশ্বাস পুলিশ সঠিক তদন্ত করলে এ হত্যাকা-ের মূল রহস্য উদঘাটিত হবে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ওই যুবকে হত্যা করেছে। লাশের শরীরে ১৫টি কোপের চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকা-ের কারণ জানা যায় নি। পুলিশ কিছু জামা-কাপড় ও একটি চাকু উদ্ধার করেছে। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্য দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিহার গ্রামের মালোপাড়া খাল থেকে পুলিশ গতকাল (শুক্রবার) দুপুরে অজ্ঞাত পরিচয় একটি গলিত লাশ উদ্ধার করেছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশের শরীর মাংস পচে ঝলসে গেছে। তাই শুধু কংকাল উদ্ধার করা হয়েছে। এ কারণে লাশের বয়স, পুরুষ বা মহিলা চিহ্নিত করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ