রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারায় ধারালো অস্ত্র দিয়ে সুজন শিকদার (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভেড়ামারার সাতবাড়ীয়া গোরস্থান সংলগ্ন একটি লিচু বাগান থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। সে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকার মরহুম মুনজিল আলীর পুত্র। জানা গেছে, নিহত সুজন শিকদার পেশায় একজন অটোরিক্সা চালক। সে কুষ্টিয়া শহরের এমদাদুল হকের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে যাত্রীবেশে একদল দুর্বৃত্ত অটোরিক্সা ভাড়া নিয়ে ভেড়ামারার দিকে আসে। এরপর সুকৌশলে তাকে নিয়ে যায় সাতবাড়ীয়া গোরস্থান সংলগ্ন নির্জন এলাকায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ভেড়ামারা থানা পুলিশের এস.আই শহীদুল্লাহ জানিয়েছেন, দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে গোরস্থান এলাকায় নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।