রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের রাউজান উপজেলায় শুভ দে (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার অমূল্য মাস্টারের বাড়ির জনৈক কৃষ্ণপদ দে’র পুত্র। গত বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ির পূর্ব পার্শ্বস্থ একটি ছড়া খাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ওই এলাকার আক্তার হোসেন ও আজম। স্থানীয় লোকজন জানায়, গত বুধবার রাতের কোন এক সময় তাকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত শুভ দে’র আত্মীয় জয় চৌধুরী বলেন, পাহাড়ে একটি দোকান ছিল শুভ দে’র। শুভ প্রতিদিন রাত ১০টায় ঘরে ফিরলেও গত বুধবার রাতে বৃষ্টিপাত হওয়ায় আসতে দেরি হচ্ছে মনে করে অনেকবার ফোন করলে রিসিভ না করায় তাকে খোঁজাখুঁজি করে। এতে কোন সন্ধান পাওয়া না গেলে গত বৃহস্পতিবার সকালে তার লাশ খাল থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা করা হচ্ছে দোকান বেঁধে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহতের বাবা বৃষ্ণপদ দে জানান, আমার ছেলে স্থানীয় কিছু ব্যক্তির কাছে প্রায় এক লাখ টাকা মতো পাওনা ছিল। এ কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি আটককৃত দুইজনসহ ৬ জনের নাম উল্লেখ করে থানা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।