Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামানত কমল বিদেশি এক্সচেঞ্জ হাউসের

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে বাংলাদেশি ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা জামানত সংরক্ষণের পরিমাণ কমিয়েছে। এতদিন এক্সচেঞ্জ হাউসগুলোকে বৈদেশিক মুদ্রায় ২৫ হাজার ডলার এবং অ্যাকাউন্টে ৫ লাখ টাকা সংরক্ষণ করতে হতো। এখন তা কমিয়ে ১০ হাজার ডলার এবং দুই লাখ টাকা করা হয়েছে। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এ পদক্ষেপ নেয়া হলো বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্স আনতে সংশ্লিষ্ট দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকে ড্রয়িং ব্যবস্থা স্থাপন বা করেসপন্ডেন্টশিপ থাকতে হয়। এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশি ব্যাংকে ওই এক্সচেঞ্জ হাউসকে টাকা এবং বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলে জামানত হিসাবে একটি অংশ রাখতে হয়। মূলত কোনো এক্সচেঞ্জ হাউসের ব্যবসার জামানত সিকিউরিটি হিসেবে এ অর্থ রাখার বিধান রয়েছে। এ ছাড়া কোনো অবস্থাতে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান যেন অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ রয়েছে তার বেশি উত্তোলনের সুযোগ না পায় সে বিষয়ে বিদ্যমান নীতিমালা বহাল রাখা হয়েছে। বিদেশস্থ এক্সচেঞ্জ হাউসের সঙ্গে বাংলাদেশস্থ ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপন সংক্রান্ত নীতিমালার ৪(খ) ধারায় সংশোধনী এনে জামানত সংরক্ষণের নতুন এ পরিমাণ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামানত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ