Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামানত হারালেন চার প্রার্থী

নাটোর-৩ আসন

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নাটোর-৩ সিংড়া আসনে মোট ৫জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিন্দন্দ্বিতা করেছেন। এরমধ্যে ধানের শীষ সহ জামানত হারিয়েছেন চার প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নৌকা) মার্কা নিয়ে ২লাখ ৩০হাজার ৩২৭ ভোটে তৃতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী দাউদার মাহমুদ (ধানের শীষ) পেয়েছেন ৮৮৪১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ মোস্তফা ওয়ালীউল্লাহ সেলিম (হাতপাখা) ১হাজার ৭৫১ ভোট, জাতীয় পাটির আনিসুর রহমান ৩৬৫ ভোট ও বিকল্পধারার মনজুর আলম হাসু পেয়েছেন ৩৩৪ ভোট।
বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, উপজেলার ১১৮টি কেন্দ্রের প্রত্যকটি কেন্দ্রেই ধানের শীষের ব্যপক ভোট পড়েছে। আওয়ামী লীগ যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন মনে করেছে, সেখানে তাকে ততটুকু দিয়েছে। এ আসনের মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৭০ জন। বৈধ ভোট ২লাখ ৪১হাজার ৫৯৮জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৩০৬।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকতা সুশান্ত কুমার মাহাতো জানান, কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শন্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামানত হারালেন চার প্রার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ