Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ৪ এমপি প্রার্থীর জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনার চারজন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাতিলের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনে কাস্টিং ভোটে ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় প্রার্থীদের জামানত বাতিল করা হয়। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংককে এ নির্দেশনা দিয়েছেন। জেলার ৬টি আসনের মধ্যে তিনটিতে শাসক দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গেল সংসদ নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
জেলা প্রশাসনের সূত্র জানায়, জামানত হারানো সংসদ সদস্য প্রার্থীরা হচ্ছেন খুলনা-১ আসনের জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য সুনীল শুভ রায়, খুলনা-২ আসনের নগর জেপি’র সভাপতি রাশিদা করিম, খুলনা-৩ আসনের দৌলতপুর থানা আ’লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন ও একই আসনের কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম। জেলা প্রশাসন উল্লেখিত প্রার্থীদের জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার জন্য দু’টি ব্যাংককে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ, খুলনা-১ আসনে ৪৭ দশমিক ০৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। জাপা মনোনীত প্রার্থীর সুনীল শুভ রায়ের প্রাপ্ত ভোট ৫ হাজার ৯৮১। এ আসনে ৬৬ হাজার ৯০৪ ভোট পেয়ে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। খুলনা-২ আসনে ২৮ দশমিক ৪০ শতাংশ ভোটার উপস্থিত হয়। জেপির রাশিদা করিম ৩ হাজার ৬৪৯ ভোট পেয়ে জামানত হারান। এ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান ৬৯ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। খুলনা-৩ আসনে ভোটারের উপস্থিতির পরিমাণ ছিল ৩০ শতাংশ। আ’লীগের বহিষ্কৃত নেতা মনিরুজ্জামান খান খোকন ৬ হাজার ৪২৪ ও কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা বেগম ৫১২ ভোট পেয়ে জামানত হারান। এ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী বেগম মন্নুজ্জামান সুফিয়ান ৪৫ হাজার ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হন।
আওয়ামী লীগের সূত্র জানায়, দৌলতপুর থানা শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান খোকনকে মহানগরীর নয়া কমিটিতে মনোনয়ন করা হয়েছে। আ’লীগ থেকে বহিষ্কৃত নবম সংসদের সদস্য ও ৯০-এর দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ননী গোপাল মন্ডল গেল ইউপি নির্বাচন থেকে দলীয় কর্মকাÐে সম্পৃক্ত হয়েছেন। দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতরা হচ্ছেন খুলনা-৪ আসনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা, খুলনা-৫ আসনে ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ আসনে জেলা শাখার সহ-সভাপতি শেখ মোঃ নুরুল হক। খুলনা-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনার ৪ এমপি প্রার্থীর জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ