Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এখন অনলাইনে বস্ত্র ও পোশাক খাতের সেবা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বস্ত্র ও পোশাক খাতে নিবন্ধনসহ ১৯ ধরনের সেবা দিয়ে থাকে বস্ত্র পরিদপ্তর। এসব সেবা এখন ই-সেবা আওতায় এসেছে। ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বস্ত্র ও পোশাক খাতের প্রায় নয় হাজার উদ্যোক্তা অনলাইনে এখন খুব সহজেই এসব সেবা ভোগ করতে পারবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামাণিক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির সহায়তায় ই-সেবা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। বস্ত্র ও পোশাক খাতের জন্য সেবার মধ্যে রয়েছে বিনিয়োগ নিবন্ধন, মালিকানা পরিবর্তন, বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ইত্যাদি। বস্ত্র পরিদপ্তরের পরিচালক ইসমাইল হোসেন সমকালকে বলেন, দেড় বছর ধরে যাচাই-বাছাই এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে সেবার মান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সেবাটি চালু করা হলো। এতে মাত্র ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এখন

২৩ অক্টোবর, ২০২২
১৫ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ