বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মজিবর রহমান বেপারী(৪২) মারা গেছে।
সোমবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে পাম্পের তেল ক্রয়ের জন্য বের হয় মজিবর। মোটরসাইকেলটি ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। দূর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে রাতে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আছর নামাজবাদ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, তারা দূর্ঘটনার খবর জানেন না। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।